‘আপনি কি ভ্যাম্পায়ার!’ বিশেষণ শুনে কী বললেন ভাস্বর?

স্বরলিপি ভট্টাচার্য | Edited By: arunava roy

Mar 20, 2021 | 4:45 PM

‘আপনি কি ভ্যাম্পায়ার! আপনার বয়স বাড়ে না কেন?’ এই কমেন্ট দেখে মজা করে ভাস্বর লিখেছেন, ‘আমার জীবনে পাওয়া সেরা কমেন্ট।’

‘আপনি কি ভ্যাম্পায়ার!’ বিশেষণ শুনে কী বললেন ভাস্বর?
ভাস্বর চট্টোপাধ্যায়।

Follow Us

‘বাংলার অনিল কাপুর’, এই বিশেষণ তিনি নাকি আগেও পেয়েছেন। তিনি অর্থাৎ অভিনেতা (Actor) ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। কিন্তু ‘ভ্যাম্পায়ার’! না! এই আখ্যা তাঁকে আগে কেউ দেননি। শনিবার ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে এমন বিশেষণই পেলেন ভাস্বর।

সোশ্যাল ওয়ালে নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে ভাস্বর লিখেছিলেন, ‘প্রত্যেক মুহূর্তই মূল্যবান।’ সেই ছবির কমেন্টে জনৈক ব্যক্তি লিখেছেন, ‘আপনি কি ভ্যাম্পায়ার! আপনার বয়স বাড়ে না কেন?’ এই কমেন্ট দেখে মজা করে ভাস্বর লিখেছেন, ‘আমার জীবনে পাওয়া সেরা কমেন্ট।’

বিশেষণ হিসেবে ‘ভ্যাম্পায়ার’ শুনে কেমন লেগেছে? বয়স ধরে রাখার সিক্রেটটাই বা কী? হাসতে হাসতে ভাস্বর বললেন, “সত্যিই এমন কমেন্ট আগে কখনও পাইনি। সেটা কমেন্টেও লিখেছি আমি। আসলে আমার মনে হয় এটা জিনগত। বাবার ৮০ বছর বয়স হয়ে গেল। বাবাকে দেখে কিন্তু বোঝা যায় না। একদিক থেকে ভালই। অভিনেতাদের তো এটা দরকারও। ছবি পোস্ট করতে গিয়ে তো কোনও ফিল্টার ব্যবহার করতে হচ্ছে না।”

ভাস্বরের সেই পোস্ট। ছবি: ফেসবুকের সৌজন্যে।

এখানেই শেষ নয়। অন্য এক ব্যক্তি ভাস্বরের ওই ছবিতে কমেন্ট করেন, ‘দাদা তুমি মহেশ বাবুর মতো। দু’জনেরই যেন বয়স বাড়ে না।’ এই কমেন্ট পেয়েও অত্যন্ত খুশি অভিনেতা। ভাস্বর বললেন, “মহেশবাবু আমার অত্যন্ত পছন্দের। ওঁর বয়সও ৪৬। ওঁর সঙ্গে তুলনা শুনে সত্যিই ভাল লাগছে।”

অন্য কমেন্টে ভাস্বরের উত্তর । ছবি: ফেসবুকের সৌজন্যে।

এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’-এ অভিনয় করছেন ভাস্বর। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘কিক’-এর একটি ওয়েব সিরিজ ‘নেক্সট’-এ কাজ করলেন। পাশাপাশি আগামী সপ্তাহ থেকে শুরু হবে ওয়েব সিরিজ ‘পাপ’-এর শুটিং। ২০১৯-এ ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল ‘পাপ’। ভাস্বর জানালেন, তারই দ্বিতীয় সিজনের শুটিং শুরু হবে।

আরও পড়ুন, দেওয়াল লিখন দিয়ে ‘নতুন শুরু’ তনুশ্রীর

Next Article