‘নেশার কবলে চলে যাচ্ছে…’, ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক ভাস্বর
রবিবার সকাল থেকে ঠাকুরপুকুরে একটা বিরাট দুর্ঘটনা ঘিরে তোলপাড় টলিপাড়া। রবিবার সকালে খবর ছড়ায়, সকাল ৯টার সময়ে ঠাকুরপুকুর বাজার এলাকায় একটি বি.এম.ডাব্লিউ গাড়ি কয়েকজন পথচারীদের আচমকা ধাক্কা দেয়।

রবিবার ঠাকুরপুকুরে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সরগরম টলিপাড়া। রাগে ফুঁসছে ইন্ডাস্ট্রি। টলিপাড়ার স্বরূপ নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। প্রশ্ন তুলছেন খোদ অন্দরমহলের তারকারাও। সেলিব্রেশনের অর্থ কিছু মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা! ছিঃ ছিঃ করছে নেটপাড়া। আর সেই নিন্দে সহ্য করতে পারছেন না টলিদুনিয়ার সদস্যরা। রবিবার রাত থেকেই নানাজন নানা মন্তব্য করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও রাহুল বন্দ্যোপাধ্যায়, কখনও রূপাঞ্জনা মিত্র, কখনও আবার অন্যান্য শিল্পীরা প্রতিবাদে সরব হচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “কী বলব জানি না তবে এটুকু বলতে পারি, ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছ থেকে দেখছি, নেশার কবলে চলে যাচ্ছে।”
প্রসঙ্গত, রবিবার সকাল থেকে ঠাকুরপুকুরে একটা বিরাট দুর্ঘটনা ঘিরে তোলপাড় টলিপাড়া। রবিবার সকালে খবর ছড়ায়, সকাল ৯টার সময়ে ঠাকুরপুকুর বাজার এলাকায় একটি গাড়ি কয়েকজন পথচারীদের আচমকা ধাক্কা দেয়। কিছুক্ষণ পরই শোনা যায় ওই গাড়ি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো। গাড়িতে বাকি কারা ছিলেন তা নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। জানা যায়, এক বেসরকারি চ্যানেলের কার্যনিবাহী প্রযোজক শ্রিয়া বসু, ঋতুপর্ণা সেনও ছিলেন গাড়িতে। উঠে আসে আরিয়ান ভৌমিক ও স্যান্ডি সাহার নাম। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আরিয়ান আর স্যান্ডি স্পষ্ট করেন দুর্ঘটনার সময়ে তাঁরা গাড়িতে ছিলেন না। বর্তমানে এই ঘটনা ঘিরে নিন্দের ঝড় বইছে সর্বত্র। ইন্ডাস্ট্রির অন্দরমহলের সহস্যরাও ক্ষোভ উগরে দিচ্ছেন।
