আজ অভিনেত্রী ভূমি পেডনেকারের বাবা প্রয়াত সতীশ মোতিরাম পেডনেকারের মৃত্যুবার্ষিকী। দশ বছর আগে আজকের দিনে বাবাকে হারিয়েছেন ভূমি। আজ ‘বালা’খ্যাত অভিনেত্রী ইনস্টাগ্রামে এক হৃদয়গ্রাহী পোস্ট করেন। তিনি লেখেন, ‘পেডনেকার… চিরন্তন পাপা… ১০ বছর আগে তোমাকে হারিয়েছি। এখনও আমরা যা করি তার মধ্যে তোমার উপস্থিতি অনুভব করি। আমি সমুর মধ্যে তোমাকে দেখি এবং আমি তোমায় শুনতে পাই সবকিছুর মধ্যে যা মা বলে।’
আরও পড়ুন ‘অপরাধী’ কে? ‘অনুসন্ধান’-এ নেমে কী বলছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়
বাবাকে স্মরণ করে ভূমি আরও লেখেন, ‘আমি যখন কথা বলি, তোমাকে দেখতে পাই, যখন আমি কোনও জোক ক্র্যাক করি কিংবা জ্ঞানের কিছু মুহূর্তে। তুমি এমন এক শূন্যতা রেখে দিয়েছ যা পূরণ হতে পারে না, তবুও আমরা নিজেকে ভাগ্যবান মনে করি যে আমরা তোমার সঙ্গে এতগুলো বছর কাটিয়েছি। একটি জীবনভোর স্মৃতি এবং শিক্ষা আমরা আজ যা, তা আমাদের গড়ে তুলেছে।’
ভূমিকে শেষ দেখা গিয়েছে অ্যামাজন প্রাইম হরর থ্রিলার ছবি ‘দূর্গামতী’তে। আসন্ন ছবি ‘বধাই দো’-তে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করছেন ভূমি। সেপ্টেম্বর মাসে রিলিজ করতে পারে হর্ষবর্ধন কুলকারনি পরিচালিত এই ছবি। এ ছাড়াও করণ জোহরের মাল্টিস্টারার ছবি ‘তখত’-এ দেখা যাবে ভূমিকে।