রাত পোহালেই ভালবাসার দিন, প্রেম নিয়ে কী বলেলন ‘সিঙ্গল’ ভূমি পেডনেকর?

রাত পোহালেই যে ভালবাসার দিন! তবু এবারও শিঁকে ছিড়ল না। ভূমি ‘সিঙ্গল’ই রয়ে গেলেন। প্রেম এল না তাঁর জীবনে। কেন এল না প্রেম? তিনি কি প্রেম খুঁজছেন?

রাত পোহালেই ভালবাসার দিন, প্রেম নিয়ে কী বলেলন ‘সিঙ্গল’ ভূমি পেডনেকর?
ভূমি পেডনেকর
Follow Us:
| Updated on: Feb 13, 2021 | 2:14 PM

যদি প্রেম দিলে না প্রাণে…’ রবি ঠাকুরের এই গান জানলে নিশ্চয়ই আজ গুনগুন করতেন ভূমি পেডনেকর। রাত পোহালেই যে ভালবাসার দিন! তবু এবারও শিঁকে ছিড়ল না। ভূমি ‘সিঙ্গল’ই রয়ে গেলেন। প্রেম এল না তাঁর জীবনে। কেন এল না প্রেম? তিনি কি প্রেম খুঁজছেন? ভূমির স্পষ্ট জবাব “ খুঁজে আর যাই হোক,প্রেম হয় না। একজন প্রেমকে খুঁজতে শুরু করল আর হঠাৎ করে একদিন পেয়ে গেল,এভাবে প্রেম সম্ভব নয়। প্রেম নিজের নিয়মেই আসে।যখন হওয়ার এমনিই হবে। প্রেমের আগমনে একধরণের পরাবাস্তবতা আছে।”

ভূমি কাজপাগল মেয়ে। কাজই ওঁর জীবনের ধ্রুবতারা। এই কাজ নিয়ে দিব্যি আছে ব্যস্তমেয়ে। এমনকী কালও সারাদিন শুটিংয়েই ব্যস্ত থাকবেন। সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে ঋষিকেশে ‘বাধাই দো’র শুটিং করছেন তিনি। ওঁর কর্মব্যস্ততা কি প্রেমকে কুরে কুরে খেয়ে নিচ্ছে? সময়অসময়ে মনের কোণে একবারও উঁকি মারে না প্রেম? “এ একদমই ভুল ধারণা” শুধরে দিলেন নায়িকা নিজেই। বরং প্রেমের কাছে নতজানু নায়িকা। একনিষ্ঠ। প্রেমের মানে নায়িকার কাছে কী তাহলে? “ পারস্পরিক শ্রদ্ধা আর ভালবাসার মিশেলে খোলতাই হয় প্রেম। এই দুটো জিনিস না থাকলে প্রেম দানা বাঁধে না।” আত্মবিশ্বাস ঝরে পড়ল নায়িকার গলায়।

View this post on Instagram

A post shared by Bhumi ? (@bhumipednekar)

ভূমি ভেতরে ভেতরে দারুণ রোম্যান্টিক। প্রেমের জন্য কী ভীষণ আকুতি এই মেয়ের। কেমন জানেন? ভূমি ভালবাসার মানুষের সঙ্গে জন্মদিন কাটাতে চান, যে কোনও স্পেশ্যাল দিন স্পেশ্যালভাবে কাটাতে চান। এতো আমাদের পাশের বাড়ির মেয়েটার কথা! আসলে,প্রেমের কোনও ‘ক্ল্যাসিফিকেশন’ হয় না। কেমন ছেলে পছন্দ ভূমির? “ কথায় বলে না বিপরীত মেরু পরস্পর আকর্ষণ করে। আমার বেলায় উল্টো। আমার মনে হয় দু’জনের মধ্যে কিছু ‘কমন’ গুণ থাকলে তবেই প্রেমটা জমবে। আমি চাই আমার মতই আমার ভালবাসার মানুষ প্রকৃতি ভালবাসবে, মানুষ ভালবাসবে। পশুপ্রেমী হবে। একে অপরের চিন্তাভাবনাকে শ্রদ্ধা করবে।”

দেখতে দেখতে আরও একটা ভালবাসের দিন এসে গেল। ভূমি আজও একা। একা বেঁচে থাকার গান এত অবলীলায় কীভাবে গাইতে পারেন ভূমি? একলা থাকার অভ্যাসকে কোন মন্ত্রে আয়ত্ত করলেন নায়িকা? ভূমির ছোট্ট অথচ দৃঢ় উত্তর “ প্রত্যেক দিন নিজেকে ভালবাসাটা খুব জরুরি। তুমি নিজে যা,সেইভাবেই নিজেকে ভালবাস। সারাটা দিন আমার আয়নার সামনে রেডি হতে অথবা শুটিং করে দিন কেটে যায়। কিন্তু যেটুকু সময় আমি আমার ছোট্ট বারান্দাটায় গিয়ে দাঁড়াই, আমি নিজেকে খুঁজে পাই। জীবন আমায় কোন দিকে নিয়ে যাচ্ছে তার দিশা পাই আমি।ওটাই আমার বেঁচে থাকার মন্ত্র।”

View this post on Instagram

A post shared by Bhumi ? (@bhumipednekar)

সত্যিই তো, সমস্ত ভালবাসার প্রাথমিক শর্ত তো নিজেকে ভালবাসা। নিজেকে নাভালবেসে একটা দিন তো কোন ছাড়, গোটা প্রেমজীবন কাটানো কি সম্ভব? কে জানে সোমলতার ওই গানটা ভূমি শুনেছে কি না? শুনলে হয়ত গুনগুন করত “ ….সেই শিশি বোতলওয়ালার ডাক/বলে যে গেছে সেই চলে যাক/ নিজেকে ভালবাসো তুমি এবার।”

আরও পড়ুন :ভ্যালেন্টাইনস ডে-তে ‘কোচ’ হয়ে সেটে নামছেন অজয় দেবগণ

নিজেকে ভালবাসো তুমি এবার”এ শুধু তো ভূমির গান নয়, আমাদের সকলের অন্তরের গান। প্রেমের দিনে এর থেকে বড় প্রেমযাপন আর কী হতে পারে বলুন তো?