স্নুকার নিয়ে ছবি, হাত মেলালেন বলিউডের দুই বড় প্রযোজক
গত ১৮ বছর ধরে গোয়ারিকার এবং কুমার দু’জনে একসঙ্গে মিউজিক প্রযোজনার কাজ করে চলেছেন।
বলিউড ছবির দুই বড় মাপের প্রযোজক। আশুতোষ গোয়ারিকর এবং ভূষণ কুমার। তাঁরা শুধু প্রযোজক নন, দুই ‘ব্র্যান্ড’ বলা যেতে পারে। ভূষণ কুমারের ‘টি-সিরিজ’ এবং আশুতোষের ‘আশুতোষ গোয়ারিকর প্রোডাকশন’ এবার যৌথভাবে এক নতুন ছবি তৈরির দায়িত্ব নিলেন। ‘তুলসীদাস জুনিয়র’। গত ১৮ বছর ধরে গোয়ারিকার এবং কুমার দু’জনে একসঙ্গে মিউজিক প্রযোজনার কাজ করে চলেছেন। ‘স্বদেশ’-এর মতো ছবির মিউজিক আজও শ্রোতাদের কানে বাজে। তবে এই প্রথমবার তাঁরা একসঙ্গে ছবির নির্মাণের কাজ নিয়ে ‘বলিউড’ ময়দানে নামতে চলেছে।
A MUSIC association now steps up to become a MOVIE collaboration!!!
Get your cue sticks ready! #ToolsidasJunior coming soon!@duttsanjay #RajivKapoor @BuddhadevVarun @MridulDirector #BhushanKumar #SunitaGowariker #KonarkGowariker @TSeries @agppl pic.twitter.com/XffNwkrF9c
— Ashutosh Gowariker (@AshGowariker) December 11, 2020
আশুতোষ গোয়ারিকার প্রোডাকশন এবং টি-সিরিজ প্রোডাকশনের যৌথ উদ্যোগে নির্মিত এই ছবির প্রযোজক ভূষণ কুমার, আশুতোষ গোয়ারিকর, কৃষণ কুমার, সুনিতা গোয়ারিকর। ছবির গল্পের লেখক এবং পরিচালনার দায়িত্ব রয়েছেন মৃদুলা। স্পোর্টস ড্রামা বিষয়ক এই ছবিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, রাজীব কাপুর, বরুণ বুদ্ধদেব, দালিপ তাহিল। আশুতোষের টুইট অনুযায়ী যা জানা যাচ্ছে, তা হল স্নুকার খেলা হতে চলেছে ছবির মূল বিষয়বস্তু। সঞ্জয় দত্তের গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে ছবিতে। নেগেটিভ চরিত্রে দেখা যাবে দালিপ তাহিলকে। ছবিতে তিনিএকজন স্নুকার চ্যাম্পিয়ন। প্রায় তিরিশ বছর পর স্ক্রিনে ফিরছেন রাজীব কাপুর।‘রাম তেরি গঙ্গা মইলি’খ্যাত অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ‘জিম্মেদার’ ছবিতে।
ছবির পোস্টার রিলিজ হল আজ। তাতে দেখা যাচ্ছে দুই আঙুলে রাখ বলে দেখা যাচ্ছে কাপ। আর তার নিচে লেখা, ‘বচ্চা হ্যায়, ফাড় দেগা’। আশুতোষ গোয়ারিকার প্রোডাকশন এবং টি-সিরিজ প্রোডাকশনের ছবি ‘তুলসীদাস জুনিয়র’ রিলিজ কবে হতে পারে তা অবশ্য জানা যায়নি।