আবার ‘বিবাহ অভিযান’? নতুন মুখ ‘মন্টু পাইলট’!

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 15, 2021 | 8:08 PM

প্বতে অভিনয়ের তালিকায় ছিল এক ঝাঁক বড় নাম। রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার।

Follow Us

২০১৯-এ, জুন রিলিজ হয়েছিল বিরশা দাসগুপ্ত পরিচালিত একেবারে কমেডি ছবি ‘বিবাহ অভিযান’। একেবারে স্ট্রেস বাস্টার ছিল ছবিটি! হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়! অভিনয়ের তালিকায় ছিল এক ঝাঁক বড় নাম। রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার।

 

আরও পড়ুন পাঁচ বছর বাদে ফের একসঙ্গে ‘ডক্টর জাহাঙ্গির’ ও ‘কায়রা’!

 

 

সূত্রের খবর, আবার শুরু হতে চলেছে এক নতুন ‘বিবাহ অভিযান’। মানে ‘বিবাহ অভিযান-২’। যা শোনা যাচ্ছে তা হল, অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় বদল না হলেও ছবির পরিচালক বদলে যেতে পারে।

 

 

তবে পরিচালনার আসনে বিরশা না বসলে, কে বসবেন তা নিয়ে জল্পনা রয়েছে। অভিনয়ের তালিকায় যোগ হতে পারে আরেকজনের নাম। ‘মন্টু পাইলট’ মানে সৌরভ দাস। জুনের প্রথম সপ্তাহে ছবির শুটিং শুরু হবে।

২০১৯-এ, জুন রিলিজ হয়েছিল বিরশা দাসগুপ্ত পরিচালিত একেবারে কমেডি ছবি ‘বিবাহ অভিযান’। একেবারে স্ট্রেস বাস্টার ছিল ছবিটি! হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়! অভিনয়ের তালিকায় ছিল এক ঝাঁক বড় নাম। রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার।

 

আরও পড়ুন পাঁচ বছর বাদে ফের একসঙ্গে ‘ডক্টর জাহাঙ্গির’ ও ‘কায়রা’!

 

 

সূত্রের খবর, আবার শুরু হতে চলেছে এক নতুন ‘বিবাহ অভিযান’। মানে ‘বিবাহ অভিযান-২’। যা শোনা যাচ্ছে তা হল, অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় বদল না হলেও ছবির পরিচালক বদলে যেতে পারে।

 

 

তবে পরিচালনার আসনে বিরশা না বসলে, কে বসবেন তা নিয়ে জল্পনা রয়েছে। অভিনয়ের তালিকায় যোগ হতে পারে আরেকজনের নাম। ‘মন্টু পাইলট’ মানে সৌরভ দাস। জুনের প্রথম সপ্তাহে ছবির শুটিং শুরু হবে।

Next Article