বিদীপ্তা চক্রবর্তী কে মনে আছে? এক রিয়ালিটি শো’র মঞ্চ নিজের সুরের জাদুতে মাতিয়ে রেখেছিলেন গত বছরেই। ওই মঞ্চে যত না বিদীপ্তার গান নিয়ে আলোচনা হয়েছিল তার থেকেও বেশি কথা হয়েছিল তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। শো’য়ে আর এক প্রতিযোগী ঋষি সিংয়ের সঙ্গে তাঁর প্রেম নিয়ে কম চর্চা হয়নি। এমনকি খোলা মঞ্চে বিদীপ্তাকে প্রপোজও করেছিলেন ঋষি। খোলাখুলি জানিয়েছিলেন ভালবাসার কথা। ঠিক যেমন ঘটেছিল পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালের ক্ষেত্রেও। ভক্তদের মধ্যেও তাঁদের নিয়ে কম মাতামাতি হয়নি। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই কি বিয়ে করে নিলেন তাঁরা?
সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক ছবি। যেখানে দেখা যাচ্ছে কনের সাজে বিদীপ্তা। ওদিকে বরবেশে ঋষি। জানিয়ে রাখা যাক, তাঁরা বিয়ে করেননি। অত্যুৎসাহী ভক্তই এ আইয়ের সহায়তাতেই বানিয়েছে ওই ছবি। যা ভাইরাল হয়েছে তা ফেক ছাড়া আর কিচ্ছু নয়, এ কথা জানিয়েছেন খোদ অরুণিতাই।
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলে বিজয়ী হতে পারেননি বিদীপ্তা। প্রথম হয়েছিলেন ঋষি সিং। সে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাঙালি দর্শকেরা। ইন্ডিয়ান আইডলে বাঙালি বিদ্বেষ রয়েছে– দাবি করা হয়েছিল এমনটাই। আগের সিজনে অরুণিতা কাঞ্জিলালও শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে। প্রথম হয়েছিলেন উত্তর ভারতের পবনদীপ রাজন– সেই কথাই মনে করিয়ে দিয়ে বাঙালিদের একাংশ করেছিলেন প্রতিবাদ। এই মুহূর্তে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত বিদীপ্তা। একই সঙ্গে চলছে তাঁর গানের চর্চা।