Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ফ্লার্ট করে, মহিলাদের সম্মান করতে জানে না’, রাহুলের বিরুদ্ধে লাগাতার অভিযোগ

বিগবস হাউজে ( bigg-boss)  ঢোকা থেকে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না গায়ক-অভিনেতা রাহুল বৈদ্যর।

'ফ্লার্ট করে, মহিলাদের সম্মান করতে জানে না', রাহুলের বিরুদ্ধে লাগাতার অভিযোগ
বাঁ দিক থেকে নিক্কি, রাহুল এবং রুবিনা।
Follow Us:
| Updated on: Dec 06, 2020 | 6:02 PM

শুরু থেকেই তিনি বিতর্কের কেন্দ্রে। কখনও নিক্কি তাম্বোলিকে অপমান আবার কখনও বা রুবিনা দিলাইকের সঙ্গে সরাসরি বাকবিতন্ডায় জড়ানো… বিগবস হাউজে ( bigg-boss)  ঢোকা থেকে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না গায়ক-অভিনেতা রাহুল বৈদ্যর। (Rahul Vaidya)

গতকাল অর্থাৎ শনিবার বিগবস হাউজ থেকে বিদায় নিয়েছেন ওই রিয়ালিটি শো-র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী নিক্কি। কিন্তু যাওয়ার আগের মুহূর্তেও রাহুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি। ক্যামেরার সামনেই রাখঢাক না করে নিক্কি রাহুলকে ‘ফাঁকা বাসন’-এর সঙ্গে তুলনা করে বলেন, “আমি সত্যিটা জানি রাহুল। তুমি চিৎকার করে যাও।” এর পরেই নিক্কির বিস্ফোরক অভিযোগ রাহুল নাকি একটা সময় নিক্কির অ্যাসিস্ট্যান্টকে ফ্লার্ট করতেন। তার প্রমাণ স্বরূপ নিক্কির কাচ্ছে স্ক্রিনশটও আছে বলে জানান অভিনেত্রী।

যদিও পাল্টা বলেছেন রাহুলও। তাঁর কথায়, “ওই অ্যাসিটেন্টই আমার পিছনে পড়েছিল। ও চেয়েছিল তুমি এবং আমি একসঙ্গে একটি প্রজেক্টে কাজ করি।”ছেড়ে দেননি নিকিও। বাকি দুই প্রতিযোগী এজাজ খান এবং অভিনবকে তিনি বলেন, “যখনই ওর নাম নিই কোথাও, সবাই একই কথা বলে। রাহুল মানে, ওই ঠারকি, ওই ছাপড়ি ছেলেটা?”

যদিও রাহুলে খুব একটা হেলদোল নেই। রুবিনা এবং এজাজ যখন বলেন, রাহুল যে ভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না… রাহুল চুপ থাকেননি। গোটা গোটা ভাষায় তিনি জানান, তিনি যা বলেছেন সেই পয়েন্টে এখনও খাঁড়া।

রাগ, কান্না অভিমান সব মিশিয়ে এই সিজনের বিগবসও এন্টারটেনমেন্টের ওভারডোজ। যদিও বিগবস থেকে নিক্কি থেকে বের হয়ে যাওয়ায় কাম্যা পঞ্জাবিসহ একাধিক বলিস্টারের মন খারাপ। কে হবে এই সিজনের বিজয়ী? উত্তর খুঁজছেন বিগবসপ্রেমীরা।