বিপাশাকে চুমু খেয়ে সারা জীবনের মতো এই অধিকার দিয়েছিলেন রোনাল্ডো

বাংলার মাটি থেকে বলিউডে পা রেখে রাতারাতিই নজর কেড়েছিলেন তিনি। হ্য়াঁ, সেই নায়িকা আর কেউ নন, বিপাশা বসু। বলিউডের এক সময়ের চোখের মণি বিপস! আর পর্তুগীজ সুপারস্টার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তা ভাবছেন, বলিউড সুন্দরীর সঙ্গে ফুটবল তারকার কী সম্পর্ক? একটু ফ্ল্যাশব্য়াকে যাওয়া যাক।

বিপাশাকে চুমু খেয়ে সারা জীবনের মতো এই অধিকার দিয়েছিলেন রোনাল্ডো
Bipasha Basu

|

Nov 26, 2025 | 5:40 PM

একজন ফুটবল তারকা, ফুটবল মাঠের পর্তুগীজ সুপারস্টার। আরেকজন বলিউড বোম্বসেল। যাঁর জিসম-এ একসময় ফিদা ছিলেন বলিউডের একনম্বর নায়করা। বাংলার মাটি থেকে বলিউডে পা রেখে রাতারাতিই নজর কেড়েছিলেন তিনি। হ্য়াঁ, সেই নায়িকা আর কেউ নন, বিপাশা বসু। বলিউডের এক সময়ের চোখের মণি বিপস! আর পর্তুগীজ সুপারস্টার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তা ভাবছেন, বলিউড সুন্দরীর সঙ্গে ফুটবল তারকার কী সম্পর্ক? একটু ফ্ল্যাশব্য়াকে যাওয়া যাক।

সালটা ২০০৭। পর্তুগালে এক অনুষ্ঠানে যোগ দিতে উড়ে গিয়েছিলেন বিপাশা বসু। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন রোনাল্ডো। আর সেখানেই ঘনিষ্ঠ আলাপচারিতায় মেতে ওঠেন দুই তারকা। ঠিক সেই সময় নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় একটি নাইটক্লাবের ছবি। যে ছবিতে ঠোঁটঠাসা চুম্বনরত অবস্থায় দেখা যায় বিপাশা ও রোনাল্ডোকে। ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়তে দেরি হয় না। আর সেই সঙ্গে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিতর্কও। সেই সময় বিপাশা নানা কটাক্ষের মুখে পড়েছিলেন। কু-মন্তব্য করে তাঁর বিরুদ্ধে উঠেছিল বলিউডের একাংশের তীক্ষ্ণ আঙুল। এমনকী, শোনা যায় রোনাল্ডোকে চুমুর কারণেই নাকি সম্পর্ক ভেঙেছিল জন আব্রাহম ও বিপাশার। তবে কখনই এই চুমু নিয়ে মুখ খোলেননি বিপাশা। এই ঘটনার প্রায় ১৮ বছর পর এক সাক্ষাৎকারে রোনাল্ডোকে চুমু প্রসঙ্গে মুখ খুললেন বিপাশা বসু।

কী বললেন বিপাশা?

সম্প্রতি এক পডকাস্টে বিপাশা তুলে ধরলেন সেই রাতের কথা। যা নিয়ে ২০০৭ সালে হইচই পড়ে গিয়েছিল গোটা দুনিয়ায়, সেই গোপন কথা নিজের মুখে স্পষ্ট করলেন বলিউডের বিপস। অভিনেত্রী জানান, রোনাল্ডো বিশাল বড় তারকা। ওর সঙ্গে সাক্ষাৎটাই আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। সেই রাতে অনুষ্ঠান শেষে আমরা নাইটক্লাবে গিয়েছিলাম। আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। আর যে ছবি ভাইরাল হয়েছিল, সেটা পাশ্চত্যে খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক এরপরেই বোমা ফাটালেন বিপাশা। স্পষ্ট বলেন, রোনাল্ডোর এই চুমু কাণ্ডের পর দারুণ এক অফার দিয়েছিলেন পর্তুগীজ তারকা। যা কিন একেবারে লাইফটাইম ব্যাপার।

কী সেই অফার?
বিপাশাকে সেই রাতে রোনাল্ডো বলেছিলেন, তোমাকে খোলা আমন্ত্রণ রইল। বিশ্বের যে কোণায় আমার খেলা হোক না কেন, তুমি আমার অতিথি হিসেবে হাজির থাকবে। শুধু তাই নয়, একথা বলে সেদিন রোনাল্ডো তাঁর ম্যানেজারের সঙ্গেও আলাপ করিয়ে দেন বিপাশার। বিপাশা আজও সেই রাত এবং রোনাল্ডোর আমন্ত্রণের কথা ভুলতে পারেননি। এরপর নাকি স্বামী করণকে নিয়ে একবার রোনাল্ডোর খেলা দেখতেও গিয়েছিলেন অভিনেত্রী।