AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করণ-বিপাশার পঞ্চম বিবাহ বার্ষিকী, কী প্ল্যান তারকা-দম্পতির?

বিপাশা তাঁর সোশ্যাল মিডিয়ার স্টোরিতে তাঁদের বিয়ের একটা ছবি পোস্ট করে রসিকতা করে লিখেছেন, “আনন্দের পঞ্চম, আমাদের হনুমানগিরি, আমার ভালবাসা, তুমি আমার জীবনের সব।”

করণ-বিপাশার পঞ্চম বিবাহ বার্ষিকী, কী প্ল্যান তারকা-দম্পতির?
বিপাশা-করণ
| Updated on: Apr 30, 2021 | 4:48 PM
Share

দেখতে দেখতে পাঁচটা বসন্ত একসঙ্গে পার করে ফেললেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। আজ (৩০ এপ্রিল) তাঁদের পঞ্চম বিবাহ বার্ষিকী। পাঁচ বছর পেরিয়ে গেলেও বিপাশা-করণ যেন আজও নব দম্পতি। তাঁদের প্রেম এতটাই তরতাজা। সদ্যই তাঁরা দু’জনে ছুটি কাটাতে মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি বিপাশা পোস্টও করেছেন। তাঁদের দাম্পত্যের রসায়নে সবে-শুরু-হওয়া প্রেমের আগুন। তাঁদের সব ঘুরতে যাওয়াতেই হানিমুনের রোম্যান্টিসিজম। স্বাভাবিকভাবেই আজকের দিনটা দু’জনের কাছেই খুব স্পেশ্যাল। কী প্ল্যান এই তারকা-দম্পতির?

bipasha 6

তারকা দম্পতি

বিপাশা তাঁর সোশ্যাল মিডিয়ার স্টোরিতে তাঁদের বিয়ের একটা ছবি পোস্ট করে রসিকতা করে লিখেছেন, “আনন্দের পঞ্চম, আমাদের হনুমানগিরি, আমার ভালবাসা, তুমি আমার জীবনের সব।” ২০১৬ সালে ৩০ এপ্রিল তাঁদের বিয়ে হয়েছিল। বিপাশার ছোট্ট একটা শব্দ ‘আমাদের হনুমানগিরি’ থেকেই বোঝা যায় তাঁদের দাম্পত্যে প্রাত্যহিকতার নিস্পৃহতা এখনও থাবা বসাতে পারেনি। অভ্যাসের গতানুগতিকতা তাঁদের উচ্ছল-উদ্দাম প্রেমকে গ্রাস করতে পারেনি। পাঁচ বছরেও ফুরিয়ে যায়নি তাঁদের দাম্পত্য-ম্যাজিক।

নিজেদের প্রেম লাগামছাড়া হলেও সারা দেশের মেলামেশায় আজ বেড়ি পরাতে হয়েছে। করোনার ঢেউ আছড়ে পড়েছে। লাখ লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। গোটা দেশটাই ক্রমশ শ্মশানে পরিণত হচ্ছে। এমন অবস্থায় কীভাবে সেলিব্রেট করবেন তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকী! তারওপর মুম্বইতে এখন লকডাউন। দেশের মানুষ বিপর্যস্ত, মন ভাল নেই তারকা-দম্পতির। তাঁদের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন দম্পতি বাড়িতেই কাটাবেন। কোনও আলাদা উৎযাপন তাঁরা করবেন না। আগের বছরেও তাঁরা বাড়িতেই কাটিয়েছিলেন। সেইসময় গোটা দেশে লকডাউন চলছিল।

আরও পড়ুন :দূরত্ব বাড়ল হেমা-ধর্মেন্দ্রর মধ্যে,কেন জানেন?