আজ শাহিদ কাপুরের জন্মদিন। ৪০ ছুঁলেন অভিনেতা। দীর্ঘ অভিনয় জীবনে বহু ভাল ভাল ছবি উপহার দিয়েছেন তিনি। এমনকী ছবির অফার পেয়েছেন তার চেয়েও বেশি। সব ছবি করে উঠতে পারেননি। তবে ৬টা উল্লেখযোগ্য ছবিকে ‘না’ করে দিয়েছিলেন শাহিদ। কোন কোন ছবি? জন্মদিনের দিন একবার পেছন ফিরে তাকানো যাক।
দ্য রিল্যাকটেন্ট ফান্ডামেন্টালিস্ট : পরিচালক মীরা নায়ার একজন পাকিস্তানির চরিত্র অফার করেছিলেন শাহিদকে। কিন্তু চরিত্রটা খুব একটা মনে ধরেনি তাঁর। তিনি পরিচালককে স্ক্রিপ্টটা বদলাতে বলেছিলেন। কিন্তু মীরা চাননি বদলাতে। শেষমেশ রিজ আহমেদ চরিত্রটি করেন।
রাজনীতি : অনেকেই অবাক হন ক্যাটরিনা আর শাহিদ কেন একসঙ্গে কোনও দিন কাজ করলেন না? এর পেছনে অন্য কোনও কারণ নেই। পরিচালক প্রকাশ ঝা এই ছবির জন্য শাহিদকেই প্রথম বলেছিলেন। কিন্তু শাহিদ বেঁকে বসলেন? কেন জানেন? পরিচালকের কাছ থেকে একটা বাঁধাই-করা গোটা স্ক্রিপ্ট চেয়েছিলেন। কিন্তু প্রকাশ ঝা-র কাজের ধরণ একেবারেই আলাদা। তিনি ডিটেল কোনও স্ক্রিপ্ট লেখেন না। ব্যস, সরে দাঁড়ালেন শাহিদ। পরে ওই চরিত্র করলেন রণবীর কাপুর।
শুদ্ধ দেশি রোম্যান্স: পরিচালক মনীশ শর্মা এবং শাহিদ দু’জনেই খুব ভাল বন্ধু। শাহিদকে মাথায় রেখেই মনীশ স্ক্রিপ্টও লিখেছিলেন। কিন্তু শেষমেশ শাহিদ ডেট দিতে পারলেন না। তখন বাধ্য হয়েই সুশান্ত সিংকে বলতে হয় পরিচালককে।
রঞ্ঝনা : পরিচালক আনন্দ রাই প্রথমে শাহিদের কথাই ভেবেছিলেন। কিন্তু শাহিদ ‘মৌসম’-এর পর আবার সোনম কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চাননি। এদিকে পরিচালকও সোনম ছাড়া অন্য কাউকে নিতে চাননি। ‘না’ করে দিলেন শাহিদ।
গোরি তেরে প্যায়ার মে : করণ জোহর অনেকগুলো ছবি অফার করেছিল শাহিদকে। তিনি এই ছবিটাই বেছে নেন। কিন্তু বিধি হল বাম। ছবিতে নায়িকা হিসাবে করিনা কাপুরের নাম উঠে এল। সেই সময় সদ্যই প্রেম ভেঙেছে তাঁদের। স্বাভাবিকভাবেই সরে এলেন শাহিদ।
হ্যামলেট : পরিচালক তিগমাংশু ধুলিয়া খুব চেয়েছিলেন শাহিদকে। কিন্তু বেশ কিছু শর্ত দেন শাহিদ। তাই কাজটা আর হয় না।