মাত্র ১৮তেই বিয়ে, স্টারকিড হয়েও নিজস্ব পরিচিতি গড়ার অন্য নাম স্বস্তিকা মুখোপাধ্যায়

বিহঙ্গী বিশ্বাস | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Dec 15, 2020 | 3:29 PM

জন্মদিনে জেনে নিন স্বস্তিকা মুখোপাধ্যায় সম্পর্কে কিছু না জানা তথ্য।

1 / 9
আজ অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। ৪০-এ পড়লেন তিনি। বয়স নিয়ে কোনওকালেই ছুঁৎমার্গ নেই তাঁর। লুকোছাপা করেননি। বরং স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন মনের ভাব। মাত্র ১৮ বছরে বিয়ে, দুই বছরের মধ্যে বিচ্ছেদ, কেরিয়ার, কাজ, সব কিছু সামলে আজ তিনি প্রতিষ্ঠিত। টলিউডের গণ্ডী পার করে বলিউডেও সাম্রাজ্য বিস্তার করেছেন তিনি। জন্মদিনে জেনে নিন স্বস্তিকা মুখোপাধ্যায় সম্পর্কে কিছু না জানা তথ্য।

আজ অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। ৪০-এ পড়লেন তিনি। বয়স নিয়ে কোনওকালেই ছুঁৎমার্গ নেই তাঁর। লুকোছাপা করেননি। বরং স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন মনের ভাব। মাত্র ১৮ বছরে বিয়ে, দুই বছরের মধ্যে বিচ্ছেদ, কেরিয়ার, কাজ, সব কিছু সামলে আজ তিনি প্রতিষ্ঠিত। টলিউডের গণ্ডী পার করে বলিউডেও সাম্রাজ্য বিস্তার করেছেন তিনি। জন্মদিনে জেনে নিন স্বস্তিকা মুখোপাধ্যায় সম্পর্কে কিছু না জানা তথ্য।

2 / 9
স্বস্তিকার জন্ম ১৯৮০ সালের ১৩ ডিসেম্বর। প্রথমে কারমেল স্কুল, পরে সেন্ট টেরেসা সেকেন্ডারি স্কুল এবং গোখেল মেমোরিয়াল স্কুলের কড়া অনুশাসনের মধ্যে দিয়ে ছোটবেলা কেটেছে তাঁর। কলেজ জীবন কেটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

স্বস্তিকার জন্ম ১৯৮০ সালের ১৩ ডিসেম্বর। প্রথমে কারমেল স্কুল, পরে সেন্ট টেরেসা সেকেন্ডারি স্কুল এবং গোখেল মেমোরিয়াল স্কুলের কড়া অনুশাসনের মধ্যে দিয়ে ছোটবেলা কেটেছে তাঁর। কলেজ জীবন কেটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

3 / 9
১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। বছর দুয়েকের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় স্বস্তিকা এবং প্রমীতের।

১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। বছর দুয়েকের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় স্বস্তিকা এবং প্রমীতের।

4 / 9
মাত্র ১৮তেই বিয়ে, স্টারকিড হয়েও নিজস্ব পরিচিতি গড়ার অন্য নাম স্বস্তিকা মুখোপাধ্যায়

5 / 9
এর পর 'আকাশের নীচে' এবং 'প্রতিবিম্ব' ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করের কাছে নাচের প্রশিক্ষণ নিতে গিয়েই অভিনয়ে আসা স্বস্তিকার। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

এর পর 'আকাশের নীচে' এবং 'প্রতিবিম্ব' ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করের কাছে নাচের প্রশিক্ষণ নিতে গিয়েই অভিনয়ে আসা স্বস্তিকার। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

6 / 9
মাত্র ১৮তেই বিয়ে, স্টারকিড হয়েও নিজস্ব পরিচিতি গড়ার অন্য নাম স্বস্তিকা মুখোপাধ্যায়

7 / 9
মাত্র ১৮তেই বিয়ে, স্টারকিড হয়েও নিজস্ব পরিচিতি গড়ার অন্য নাম স্বস্তিকা মুখোপাধ্যায়

8 / 9
সব চরিত্রেই সমানভাবে সাবলীল স্বস্তিকা চট্টোপাধ্যায়। সে ভূতের ভবিষ্যতের কদলিবালা হোক অথবা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'জাতিস্মর'-এর মহামায়া...নিজের ছাপ রেখেছেন তিনি।

সব চরিত্রেই সমানভাবে সাবলীল স্বস্তিকা চট্টোপাধ্যায়। সে ভূতের ভবিষ্যতের কদলিবালা হোক অথবা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'জাতিস্মর'-এর মহামায়া...নিজের ছাপ রেখেছেন তিনি।

9 / 9
বলিউডেও রয়েছে তাঁর গুণমুগ্ধ দর্শক। সম্প্রতি 'পাতাল লোক' সিরিজে তাঁর চরিত্রটি মনে ধরেছে দর্শকদের। এ ছাড়াও সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর বাবা সন্তু মুখোপাধ্যায়, বিখ্যাত অভিনেতা। কিন্তু বাবার পরিচয় আঁকড়ে বাঁচতে চাননি তিনি। তাই তারকা সন্তান হয়েও স্বস্তিকা ব্যতিক্রমী।  আজ ওঁর জন্মদিন। ভাল থাকুক স্বস্তিকা মুখোপাধ্যায়।

বলিউডেও রয়েছে তাঁর গুণমুগ্ধ দর্শক। সম্প্রতি 'পাতাল লোক' সিরিজে তাঁর চরিত্রটি মনে ধরেছে দর্শকদের। এ ছাড়াও সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর বাবা সন্তু মুখোপাধ্যায়, বিখ্যাত অভিনেতা। কিন্তু বাবার পরিচয় আঁকড়ে বাঁচতে চাননি তিনি। তাই তারকা সন্তান হয়েও স্বস্তিকা ব্যতিক্রমী। আজ ওঁর জন্মদিন। ভাল থাকুক স্বস্তিকা মুখোপাধ্যায়।

Next Photo Gallery