West Bengal Assembly Election 2021 Phase 4: উড়ে এল আধলা ইট, চুরমার হল গাড়ির কাচ, ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী পায়েল
হামলার ঘটনার জেরে ইতিমধ্যেই কমিশনের কাছে চিঠি লিখে তিনি নালিশ জানিয়েছেন। তবে কোনও রাজনৈতিক দলের দিকে আঙুল তোলেননি তিনি।
কলকাতা: চতুর্থ দফার ভোটের দিনই রক্তপাত ও হিংসার ছবি ফিরে এল বঙ্গে। এ বার বেহালা পূর্বের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পায়েল সরকারের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল। সূত্রের খবর, শনিবার দুপুরে বেহালার মল্লিকপুর হাসপাতাল মোড়ের কাছে হামলার ঘটনা ঘটে। যদিও পায়েল নিজে অক্ষত রয়েছেন বলেই খবর। তবে যারা হামলা চালিয়েছে, তারা অনেকক্ষণ ধরেই পায়েলকে ফলো করছিলেন বলে দাবি পায়েলের।
স্থানীয় সূত্রে খবর, ভোটগ্রহণ চলাকালীন বেহালা পূর্বের বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াচ্ছিলেন পায়েল সরকার। সেই সময় বাইকে করে ২ জন দুষ্কৃতী এসে তাঁর গাড়িতে ইট ছোড়ে বলে অভিযোগ। ইটের আঘাতে গাড়ির পেছনের কাচ পর্যন্ত ভেঙে গিয়েছে। হামলার ঘটনার জেরে ইতিমধ্যেই কমিশনের কাছে চিঠি লিখে তিনি নালিশ জানিয়েছেন। তবে কোনও রাজনৈতিক দলের দিকে আঙুল তোলেননি তিনি।
আরও পড়ুন: ‘দিদির তোলাবাজিকে’ কটাক্ষ করতে গিয়ে মোদীর মুখে ‘চোরের মা’ গল্প
এই নিয়ে পাল্টা পূর্ব বেহালার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় জানান, “পায়েল কোথায় ঘুরছে জানি না। পায়েলকে কেন মারছে জানি না। আমায় তো কেউ মারছে না। মল্লিকপুরে কী হয়েছে জানা নেই।” অন্যদিকে, ‘আক্রান্ত’ হওয়ার পর পায়েল দাবি করেন, “কাচ ভাঙার আওয়াজ পেয়ে পিছনে তাকানোর পর বুঝতে পারি যে কেউ হামলা চালিয়েছে। কাল থেকে এরকম ঘটনা ঘটে চলেছে। বাইকে করে দুই দুষ্কৃতী এসে হামলা চালিয়েছে।”
পায়েল আরও জানিয়েছেন, “তৃণমূলের লোকজন কাল রাত থেকেই বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে অত্যাচার করেছে। তা সত্ত্বেও বহু বছর পর তাঁরা আজ ভোট দিতে বেরিয়েছেন। ফলে আজকের ঘটনা কে ঘটাল তা আলাদা করে বলা প্রয়োজন পড়ে না। সবাই বুঝতে পারছেন এটা কে করছে।”