নিরাপত্তা ছাড়াই পথে ‘ভালগার ভিলেন’ ববি, নাগালে পেতেই এ কী করলেন সকলে
Bobby Deol In Trouble: তিনি চোখের জল লুকিয়ে কেবল অপেক্ষা করেছিলেন। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়েছিল ববির প্রথম ওটিটি রিলিজ় 'আশ্রম'। তারপর আবারও যেন ফিরে পাওয়া সুপারস্টারকে।

‘গুপ্ত’, ‘সোলজার’, ‘বিচ্ছু’ অথবা ‘বরসাত’, একটা সময় ববি দেওল পর্দায় থাকা মানেই সিনেমা হিট। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন। দাদা সানি দেওলের মতো ‘ঢাই কিলো কি হাত’-এর সংলাপ ভাইরাল না হলেও ববির অ্যাকশনও নেহাত কম ঝড় তোলেনি। তবে একটা সময়ের পর সেই অ্যাকশন হিরো অদ্ভুতভাবে হারিয়ে গিয়েছিলেন পর্দা থেকে। ববি দেওল একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি কাজের জন্য অনেকবার আর্জি জানিয়েছিলেন। তবে কেউই সেভাবে সাড়া দেননি। যদিও তাতে আজ আর কোনও আক্ষেপ নেই ববির। তিনি চোখের জল লুকিয়ে কেবল অপেক্ষা করেছিলেন। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়েছিল ববির প্রথম ওটিটি রিলিজ় ‘আশ্রম’। তারপর আবারও যেন ফিরে পাওয়া সুপারস্টারকে।
৯০ দশকের অ্যাকশন হিরো যে ২০২৩-এ এসে ‘অ্যানিম্যাল’-এ কামাল করবেন, তা অনেকে ধারণাই করতে পারেননি। ভাইরাল গান ‘জামাল কুদু’-র আইকনিক মুখ অথবা সংলাপবিহীন ভিলেন হিসেবে তাঁর ২০২৩-এর ‘বিগ স্ক্রিন কামব্যাক’ চমকে দিয়েছে সকলকে। রাতারাতি সুপারস্টারের তকমা ফিরে পেলেও গা থেকে তিনি ঝেড়ে ফেলেছেন নায়কোচিত পুরনো সব অভ্যাস। যার প্রমাণ মিলল আরও একবার। মুখ ঢেকে নয়, বিশাল নিরাপত্তা নিয়েও নয়, আর পাঁচজনের মতোই সকলের সঙ্গে মিশে বিমান বন্দর থেকে এবার বেরিয়ে এলেন ববি। কিন্তু যে ছবি তিনি গত ১০ বছরে দেখেননি, আশাও ছেড়ে দিয়েছিলেন, আরও একবার সেই ছবির মুখোমুখি হলেন ববি।
View this post on Instagram
মুহূর্তে তাঁকে ঘিরে ধরলেন ভক্তরা। একের পর এক সেলফি, হাত মেলাতে চাইছেন কত মানুষ। ভিড়ে যখন বাড়ছে অস্বস্তি, ঠোঁটের হাসিটা তিনি মেলাতে দিলেন না। বরং তাঁর এয়োরপোর্ট থেকে বেরিয়ে আসার ভাইরাল ওই ভিডিয়ো পরতে-পরতে প্রমাণ করল, তিনি কতটা উপভোগ করছিলেন সেই মুহূর্তটা। কাউকে দূরে সরিয়ে দিলেন না। দৌড়ে গাড়িতে উঠেও গেলেন না। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়। কেউ তাঁর দর্শকদের প্রতি শ্রদ্ধাকে জানালেন সাধুবাদ, কেউ আবার ববির ধৈর্যকে সম্মান জানালেন। ববি দেওলের কামব্যাক ঝড় ২০২৩-এর অন্যতম চর্চিত অধ্যায়। তবে এখানেই থেমে থাকা বা হারিয়ে যাওয়া নয়। বলিউড ববি দেওলকে কতটা কদর করতে চলেছে, সেই বিষয়ে কোনও অনুমান করা সম্ভব না হলেও, দক্ষিণ ভারত তাঁকে চিনেছে। ইতিমধ্যেই ববির কাছে পৌঁছে গিয়েছে তিন ছবির প্রস্তাব, খবর অন্তত তেমনটাই। শোনা যাচ্ছে, যার মধ্যে প্রথমটি গ্রহণও করে নিয়েছেন বলিউডের ‘সোলজার’।





