‘জম্মুতে গতরাতের হামলা দেখেছেন মা-বাবা..!’ ভারত-পাক যুদ্ধের আবহে কলম ধরলেন অভিনেতা
জম্মুর আকাশেই ধূলিসাৎ হয় পাক ড্রোন। এমন আবহেই জম্মুর বাসিন্দা মা-বাবাকে নিয়ে কলম ধরলেন অভিনেতা আলি গণি। সোশাল মিডিয়ায় স্পষ্ট লিখলেন, দুশ্চিন্তায় রয়েছি...!

পহেলগাঁও হামলার যোগ্য জবাব পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর। আর তারপর থেকেই ভারক-পাক সীমান্তে যুদ্ধের আবহ। অপারেশন সিঁদুরের পরে পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করে জম্মু, পাঠানকোট ও উধমপুর এলাকায়। ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় বিফলে যায় পাক সেনাদের আক্রমণ। জম্মুর আকাশেই ধূলিসাৎ হয় পাক ড্রোন। এমন আবহেই জম্মুর বাসিন্দা মা-বাবাকে নিয়ে কলম ধরলেন অভিনেতা আলি গণি। সোশাল মিডিয়ায় স্পষ্ট লিখলেন, দুশ্চিন্তায় রয়েছি…!
সোশাল মিডিয়ায় আলি গণি লিখলেন, আমি এখন দেশের বাইরে শুটিংয়ের কাজ করছি। কিন্তু সারাক্ষণই আমার মাথায় ঘুরছে দেশের অবস্থা। আমার মা-বাবা জম্মুতে থাকেন। বৃহস্পতিবারে যে ড্রোন হামলা হয়েছে, তা নিজের চোখেই দেখেছেন। খুবই টেনশনে ছিলাম। তবে কথা হয়েছে ওদের সঙ্গে। মা-বাবা ও পরিবারের সবাই সুস্থ রয়েছেন। আমাদের সেনাবাহিনীকে কুর্নিশ। ভারতীয় বায়ুসেনাকে ধন্যবাদ। ঈশ্বর সবাই ভাল রাখুন ও রক্ষা করুন।
আলি আরও লিখলেন, ঘরে বসে সোশাল মিডিয়ায় অনেকেই অনেক কিছু লিখছেন, কিন্তু যাঁরা সীমান্তবর্তী এলাকায় থাকেন, তাঁরাই জানেন কীরকম কাটছে তাঁদের দিন।
View this post on Instagram
