
এই তো সেদিন সিকিমের পাহাড়ি গ্রামে পাগল প্রেমিক হয়ে ঘুরছিলেন বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ান। হাতে গিটার নিয়ে বিরহের গান। এমনকী, রটে যায় ‘আশিকি ৩’-এর শুটিং স্পটেই দক্ষিণী নায়িকার শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খেয়েছেন কার্তিক। সেই প্রেমে মেজাজ ফুরোতে না ফুরোতেই বলিউডের রুহ বাবার এবার সাধ বদল! হ্য়াঁ, কার্তিকের নাকি এখন আর মানুষ পছন্দ হচ্ছে না!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মঙ্গলবার সোশাল মিডিয়ায় কার্তিক আরিয়ান তাঁর আগামী ছবির ফার্স্টলুক শেয়ার করেছেন। যেখানে কার্তিকের একেবারে ভোলবদল। ছবির নাম নাগজিলা। এই ছবিতেই ইচ্ছাধারী নাগের চরিত্রে দেখা যাবে কার্তিককে। যার বয়স ৬৩১ বছর। এই ফার্স্টলুকেই দেখা গেল কার্তিকের খালি পিঠ জুড়ে হঠাৎই সাপের চামড়া। আর টিজারেই কার্তিক বলে উঠলেন, মানুষের ছবি অনেক দেখেছেন এবার দেখুন সাপের ছবি। ছবির পরিচালক মৃগদীপ সিং লাম্বা। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর। কার্তিকের এই ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।