আচমকা বাড়ি বিক্রি করলেন সলমন! প্রাণনাশের হুমকির ভয়ে মুম্বই ছাড়ছেন ভাইজান?

গত বছর এপ্রিলমাসে সলমনের বাড়ি গ্যালাক্সিতে গুলিবর্ষণের ঘটনার পর থেকে তাঁর বারান্দায় বুলেট প্রুফ কাচও লাগিয়েছেন।

আচমকা বাড়ি বিক্রি করলেন সলমন! প্রাণনাশের হুমকির ভয়ে মুম্বই ছাড়ছেন ভাইজান?

|

Jul 17, 2025 | 1:07 PM

বার বার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রাণনাশের হুমকি পেয়ে বিপর্যস্ত বলিউডের দাবাং খান সলমন। বুলেট প্রুফ, নিরাপত্তারক্ষীর আড়ালেই সিনেমার নানা কাজ করেছেন তিনি। এমনকী, গত বছর এপ্রিলমাসে সলমনের বাড়ি গ্যালাক্সিতে গুলিবর্ষণের ঘটনার পর থেকে তাঁর বারান্দায় বুলেট প্রুফ কাচও লাগিয়েছেন। আর এবার বাড়িই বিক্রি করে দিলেন সলমন। নাহ, গ্য়ালাক্সি নয়, বরং মুম্বইয়ের বান্দ্রার একটি ফ্ল্যাট সলমন বিক্রি করে দিলেন সম্প্রতি। তথ্য বলছে, ৫.৩৫ কোটি টাকায় এই ফ্ল্যাটটি বিক্রি করেছেন সলমন।

মুম্বইয়ের নানা জায়গাতে সলমনের বেশ কয়েকটি বাংলো ও ফ্ল্যাট রয়েছে। তাঁর পানভেলের ফার্মহাউজের কথা তো সবাই জানেন। তাঁর মধ্যে থেকেই একটা ফ্ল্য়াট বিক্রি করলেন সলমন।

জানা গিয়েছে, প্রায় ১৩১৮ বর্গফুটের এই ফ্ল্যাটের বিক্রির রেজিস্ট্রেশন মূল্যই প্রায় ৩২ লক্ষ টাকা। বান্দ্রা ওয়েস্ট মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা। এই এলাকাতেই রয়েছে আলিয়া ভাট, শাহরুখের বাড়ি। নিন্দুকরা বলছেন, সলমন হয়তো ধীরে ধীরে দেশ ছাড়তে চলেছেন। প্রাণনাশের হুমকির থেকে বাঁচতেই তাঁর এই সিদ্ধান্ত। আর সেই কারণেই তাঁর সম্পত্তি বিক্রি। তবে এসব রটলেও, ঠিক কী কারণে সলমন এই ফ্ল্যাট বিক্রি করেছেন, তা অবশ্য জানা যায়নি।