
পাকিস্তানের মাটিতে ভারতীয় সেনা বাহিনীর অপারেশন সিঁদুরকে কুর্নিশ জানিয়েছেন, সাধারণ মানুষ থেকে সেলেব সবাই। বলিউডের তারকা তো নিজেদের সোশাল মিডিয়ায় অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ।

বলিউডের পর্দায় বহুবার সিনেপ্রেমীরা দেখেছেন যুদ্ধ নিয়ে সিনেমা। যেখানে বলি তারকাদের দেখা গিয়েছিল ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করতে।

কিন্তু জানেন কি? বলিউডের বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন, যাঁরা শুধুই সিনেমার পর্দায় নয়, বাস্তবেও অংশ নিয়েছিলেন ভারতীয় সেনায়!

এই তালিকায় প্রথমেই আসে অভিনেতা নানা পটেকরের নাম। ১৯৭৮ সালে সিনেমায় অভিনয় শুরু করেন নানা পটেকর। কিন্তু ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতীয় সেনায় অংশ নিয়েছিলেন নানা।

অভিনেতা বিক্রমজিৎ। সিনেমা ও টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ। অভিনয়ে আসার আগে ১৯৮৯ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন অভিনেতা। ২০০২ সালে মেজর পদে নিযুক্ত হয়েছিলেন। করোনার সময় প্রয়াত হন এই অভিনেতা।

অভিনেতা অচ্যুত পতেদর। বলিউডের নানা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন এই অভিনেতা। তবে সিনেমায় কেরিয়ার শুরুর আগে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন।

মূলত তিনি মহাভারতের শকুনি মামা নামেই বেশি জনপ্রিয়। অভিনেতা গুফি পেন্টাল। ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন অভিনেতা।

ভারতীয় চলচ্চিত্রের নামকরা অভিনেতা রহমান। দিলীপ কুমার, শশী কাপুরের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করেছিলেন এই অভিনেতা। জানা যায়, অভিনয়ে আসার আগে তিনি ছিলেন ভারতীয় বায়ুসেনার পাইলট।