সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র ট্রেলার। ছবিতে জাহ্নবীর সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। ছবি ট্রেলার দেখেছেন শিখর এবং তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন। জানেন কি, লিখেছেন তিনি?
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে জাহ্নবী কাপুরকে। ‘প্রেমিকা’কে ওভাবে দেখে আনন্দে আত্মহারা হয়ে শিখর লিখেছেন, “ওয়াও, তুমি ক্রিকেটও খেলতে পারো”। ‘প্রেমিক’-এর মন্তব্যে আবার জবাব দিয়ে জাহ্নবী লিখেছেন, “তোমাকে মিস করছি শিখু”।
শিখর পাহাড়িয়াকে ভালবেসে শিখু বলে ডাকেন জাহ্নবী। কিছুদিন আগে বাবা বনি কাপুরের ‘ময়দান’ ছবির রিলিজের দিন গলায় প্রেমিকের নাম খোদাই করা লকেট করে হাজির হয়েছিলেন জহ্নবী। লকেটের লেখা ছিল শিখু নামটাই। সেই প্রথম প্রেমিকের কথা প্রকাশে এনেছিলেন জাহ্নবী। তবে তা নিয়ে একটি কথাও খরচ করেননি তিনি।
জাহ্নবী কাপুরের মা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। তাঁর প্রথম অভিনীত ছবির নাম ‘ধড়ক’। এটি মারাঠি ছবিটি ‘সাইরাট’-এর রিমিক। এই ছবিতে এর পর তেমন দাগ কাটতে পারেননি জাহ্নবী। তবে পরবর্তীতে ‘গুঞ্জন সেক্সেনা’র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। গোটা ইন্ডাস্ট্রি বলাবলি করে জাহ্নবীর মতো কর্মঠ অভিনেত্রী নাকি নেই।জাহ্নবীই নাকি তাঁর প্রজন্মের সবচেয়ে পরিশ্রমী অভিনেত্রী। এ কথা স্বীকার করে নিয়েছেন তাঁর বাবা বনি কাপুরও।