পরিবারের কিংবা বন্ধুদের গ্রুপে এমন একজন থাকেনই, যিনি সিগারেটের গন্ধ সহ্য করতে পারেন না, তামাক সেবনের ঘোর বিরোধিতা করেন। বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন সম্পর্কে সকলে তেমনই ধারণা পোষণ করেছেন এতকাল। কিন্তু এ কী কাণ্ড! চর্চিত প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে এ কীসের নেশায় গা ভাসালেন কৃতি? নেটপাড়ায় ছিছিক্কার পড়েছে! কৃতিকে তুলোধনা করা হচ্ছে।
নেটিজ়েনরা উঁকি দিয়েছেন কৃতি শ্যাননের ব্যক্তিগত জীবনে। তিনি নাকি তাঁর চর্চিত প্রেমিক, ব্রিটেন-ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে গ্রিসের দ্বীপ মাইকোনসে বেড়াতে গিয়েছেন। আলো-আঁধারি পরিবেশে মেতেছেন পার্টিতে। সে রকমই এক উদযাপনের ছবি লুকিয়ে ক্যামেরাবন্দি করে নেটের পাতায় ছেড়ে দিয়েছেন ‘দুষ্টু’ নেটিজ়েনরা। তাতেই ধরা পড়েছে নেশায় বুঁদ কৃতি ফুকফুক করে টানছেন সিগারেট। কেউ বলছেন বিড়ি, কেউ চুরুট। আলো-আধারিতে বোঝা দায়! ভিডিয়োতে কমলা রঙের জামা পরা যে মেয়েটাকে তামাক সেবন করতে দেখে সকলে কৃতিই ভাবছেন, তিনি যে কৃতিই, সে ব্যাপারে সন্দেহ নেই কারও। তবে কৃতি যে তামাকই টানছেন, তা নিয়ে ১০০ শতাংশ না হলেও, ৮০ শতাংশ নিশ্চিত নেটিজ়েনদের একটা বড় অংশ। অভিনেত্রীকে সোজাসুজি হিপোক্রিট বলেছেন তাঁরা। এর কারণ, কৃতি সেই ব্যক্তি, যিনি এ যাবৎ তামাক সেবনের বিরুদ্ধেই কথা বলে এসেছেন। তামাকের কুফল নিয়ে সোচ্চার হয়েছেন।
২০১৭ সালে ‘বরেলি কি বরফি’ ছবির প্রচারে কৃতি বলেছিলেন যে, চিত্রনাট্যের স্বার্থেই ছবিতে সিগারেট খেতে হয়েছিল তাঁকে। না হলে, তিনি ওসব ছুঁয়েও দেখেন না। সেই কৃতি প্রেমিকের সঙ্গে কোজ়ি মোমেন্ট কাটানোর সময় কীভাবে তামাক সেবন করলেন, তা নিয়ে মাথা ব্যথা হয়ে গিয়েছে কিছু নেটিজ়েনের।
নিন্দুকদের আবার একহাত নিয়েছেন কেউ-কেউ। কিছু নেটিজ়েন কৃতির পাশে এসে দাঁড়িয়েছেন। বলছেন, “বলিহারি যাই! মেয়েটা প্রাইভেট সময় কাটাচ্ছে। তার মধ্যে ওর ভিডিয়ো তুলেছে। পোস্ট করেছে। এখন নিন্দাও করছে। ছিঃ ছিঃ! সেলিব্রিটি বলে কি ওঁর কোনও প্রাইভেসি নেই।”