বলিউডের লাস্যময়ী অভিনেত্রী শিল্পা শেট্টি। তাঁর জন্য ‘দিওয়ানা’ নন, এমন পুরুষ সংখ্যায় কম। এমন এক লাস্যময়ীকে কীভাবে প্রভাবিত করে বিয়ে করলেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা, তা একবার একটি টক শোতে শিল্পাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান। তাঁকে জিজ্ঞেস করেছিলেন, “রাজ তোমাকে ইমপ্রেস করতে কী করেছিল? দু’হাত বাড়িয়ে দিয়েছিল নাকি সিটি বাজিয়েছিল?”
প্রশ্নটি শুনে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন শিল্পা। পাশে বসে থাকা অনিল কাপুর মজা পেয়েছিলেন খুব। শিল্পাকে বলতে না দিয়ে তিনিই বলে বসেন, “পয়সা ছড়িয়েছিল রাজ।” অনিলের এই কথা শুনে হেসে লুটিয়ে পড়েছিলেন শিল্পা। বলেন, “পয়সা ছাড়াও দু’হাত বাড়িয়েছিল রাজ।” এমনটা শোনা যায়, বিয়ের আগে নাকি শিল্পাকে দামি-দামি জিনিস উপহার দিয়েছিলেন রাজ।
২০০৯ সালে রাজকে বিয়ে করেছিলেন শিল্পা শেট্টি। দুই সন্তান নিয়ে সুখের সংসার তাঁদের। বছর খানেক আগে পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি করে অ্যাপে আপলোড করার মূল ষড়যন্ত্রী হিসেবে অভিযুক্ত হয়েছিলেন রাজ। তাঁকে জেলও খাটতে হয়েছিল। সেই সময় শিল্পার সংসার ভেঙে যাওয়ার মুখে ছিল। জেল থেকে জামিনে ছাড়া পেয়ে রাজ বাড়ি ফেরার পর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়েছে। দীর্ঘদিন মুখ ঢেকে ঘুরে বেড়িয়েছিলেন রাজ।