১৫ বছর বয়সেই ঘর ছেড়েছেন অক্ষয়ের ছেলে আরভ, তাঁর প্রেমজীবন নিয়ে কেন চিন্তিত মা টুইঙ্কল?

তখন সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খন্নার পুত্র আরভ ভাতিয়া। ২৩ বছরে পা দিয়েও লাইমলাইট থেকে নিজেকে দূরেই রেখেছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাবার মতো ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তাঁর নেই।

১৫ বছর বয়সেই ঘর ছেড়েছেন অক্ষয়ের ছেলে আরভ, তাঁর প্রেমজীবন নিয়ে কেন চিন্তিত মা টুইঙ্কল?

|

Jan 30, 2026 | 5:12 PM

বলিপাড়ায় এখন ‘স্টার কিড’দের জয়জয়কার। অধিকাংশ তারকাসন্তান যখন রূপালি পর্দায় অভিষেকের জন্য মুখিয়ে থাকেন, তখন সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার পুত্র আরভ ভাটিয়া। ২৩ বছরে পা দিয়েও লাইমলাইট থেকে নিজেকে দূরেই রেখেছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাবার মতো ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনও পরিকল্পনা তাঁর নেই।

২০০২ সালে মুম্বইয়ে জন্ম হলেও আরভের বেড়ে ওঠা অনেকটাই মা-বাবার থেকে দূরে। উচ্চশিক্ষার তাগিদে মাত্র ১৫ বছর বয়সেই মুম্বই ছাড়েন তিনি। সিঙ্গাপুরের একটি নামী কলেজ থেকে স্নাতক হওয়ার পর বর্তমানে তিনি লন্ডনে ফ্যাশন নিয়ে পড়াশোনা করছেন। বাবা অক্ষয় কুমারের মতোই শরীরচর্চায় বিশেষ আগ্রহ আরভের। মাত্র চার বছর বয়স থেকে মার্শাল আর্টে হাতেখড়ি তাঁর। ক্যারাটেতে ‘ব্ল্যাক বেল্ট’ পাওয়ার পাশাপাশি জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতাতেও সাফল্যের ছাপ রেখেছেন তিনি। তবে খেলাধুলা বা অভিনয় নয়, আরভের ধ্যান-জ্ঞান এখন কেবল ‘ফ্যাশন ইন্ডাস্ট্রি’।

অভিনয় জগত থেকে দূরে থাকলেও ছেলেকে নিয়ে চিন্তার শেষ নেই টুইঙ্কেল খান্নার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আরভ বড্ড বেশি শান্ত এবং নরম মনের মানুষ। তাঁর এই অমায়িক ব্যবহারের সুযোগ নিয়ে কেউ যাতে তাঁকে ঠকাতে না পারে, সেই ভয় সবসময় তাড়িয়ে বেড়ায় তারকাদম্পতিকে।

ছেলের প্রেমজীবন থেকে শুরু করে বন্ধুবান্ধব, সব বিষয়েই মা হিসেবে সতর্ক টুইঙ্কল। টুইঙ্কল জানান, “ছোটবেলা থেকেই ও খুব সাদাসিধে। লোকে ওর এই ভালোমানুষির সুযোগ নিতে পারে বলে আমি সবসময় দুশ্চিন্তায় থাকি। আমি ওকে বারবার বলি, নিজের চারপাশে একটা নির্দিষ্ট সীমানা টেনে রাখতে, যাতে সবাই সহজে ওর ক্ষতি করতে না পারে।”

বলিউডের তথাকথিত ‘পার্টি কালচার’ থেকে দূরে থাকা আরভ শেষ পর্যন্ত ফ্যাশন দুনিয়ায় কতটা সফল হন, এখন সেটাই দেখার। তবে গ্ল্যামার জগতের হাতছানি উপেক্ষা করে নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনদের একাংশ।