দেখুন ছবি: রজনীকান্তের ছবিতে বলি নায়িকারা

শুভঙ্কর চক্রবর্তী |

May 28, 2021 | 9:14 PM

ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার তিনি। দ্য ‘থালাইভা’ অর্থাৎ রজনীকান্ত। তামিল ছবিতে মূলত তাঁর অভিনয়, কিন্তু তাও তাঁর দর্শক বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। শুধু দক্ষিণী অভিনেত্রীরা নন তাঁর সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন বলি অভিনেত্রীরাও। রজনীকান্তের ছবির বলি অভিনেত্রীদের এক ঝলক দেখে নেওয়া যাক।

1 / 6
রাধিকা আপ্তে অভিনেত্রী রাধিকা আপ্তে-রজনীকান্ত জুটি দেখা গিয়েছিল ‘কাবালি’ ছবিতে। এটি একটি গ্যাংস্টার ফিল্ম ছিল, ছবিটি মূলত কাবালির (রজনী) যে তাঁর স্ত্রী কুমুধবল্লীর (রাধিকা আপ্তে) সন্ধানে মগ্ন ছিল। যদিও ফিল্মে অন্যান্য চরিত্রের তুলনায় তাঁর পর্দায় উপস্থিতি কম ছিল, তবে রাধিকার অভিনয় চরিত্রটিকে শক্তিশালী করে তোলে

রাধিকা আপ্তে অভিনেত্রী রাধিকা আপ্তে-রজনীকান্ত জুটি দেখা গিয়েছিল ‘কাবালি’ ছবিতে। এটি একটি গ্যাংস্টার ফিল্ম ছিল, ছবিটি মূলত কাবালির (রজনী) যে তাঁর স্ত্রী কুমুধবল্লীর (রাধিকা আপ্তে) সন্ধানে মগ্ন ছিল। যদিও ফিল্মে অন্যান্য চরিত্রের তুলনায় তাঁর পর্দায় উপস্থিতি কম ছিল, তবে রাধিকার অভিনয় চরিত্রটিকে শক্তিশালী করে তোলে

2 / 6
ঐশ্বর্য্য রাই বচ্চন মেগা বাজেট ছবি ‘এন্থিরান’-এ একসঙ্গে কাজ করেছেন রজনী- ঐশ্বর্য্য। বসিগরণ, চিট্টি, চিট্টি ২.০র মতো চরিত্রে দারুণ পারফর্ম্যান্সে নজর কেড়েছেন রজনী অন্যদিকে ঐশ্বর্য্যর লুকেও ছিল চমক। ছবিতে নায়িকাকে এত সুন্দর হতে হত যে রোবোটও প্রেমে পড়ে যায়! এবং ঐশ্বর্য্য যাকে বলে পারফেক্ট ম্যাচ।

ঐশ্বর্য্য রাই বচ্চন মেগা বাজেট ছবি ‘এন্থিরান’-এ একসঙ্গে কাজ করেছেন রজনী- ঐশ্বর্য্য। বসিগরণ, চিট্টি, চিট্টি ২.০র মতো চরিত্রে দারুণ পারফর্ম্যান্সে নজর কেড়েছেন রজনী অন্যদিকে ঐশ্বর্য্যর লুকেও ছিল চমক। ছবিতে নায়িকাকে এত সুন্দর হতে হত যে রোবোটও প্রেমে পড়ে যায়! এবং ঐশ্বর্য্য যাকে বলে পারফেক্ট ম্যাচ।

3 / 6
হুমা কুরেশি রজনী ও হুমা কুরেশিকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘কালা’ ছবিতে। খুব অল্প সময়ের জন্য ছবিতে হুমার থেকে নজর সরাতে পারেননি দর্শক। ছাদের এক দৃশ্যে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিলেন, যেখানে কালা তাঁর সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁরা  অতীতদিনের প্রেমের কথা বলেছিলেন। তাঁদের দু’জনকে এক গানেও একসঙ্গে দেখা যায়।

হুমা কুরেশি রজনী ও হুমা কুরেশিকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘কালা’ ছবিতে। খুব অল্প সময়ের জন্য ছবিতে হুমার থেকে নজর সরাতে পারেননি দর্শক। ছাদের এক দৃশ্যে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিলেন, যেখানে কালা তাঁর সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁরা অতীতদিনের প্রেমের কথা বলেছিলেন। তাঁদের দু’জনকে এক গানেও একসঙ্গে দেখা যায়।

4 / 6
দীপিকা পাডুকোন  ২০১৪-তে রজনীকান্তের সঙ্গে ‘কোচাদাইয়া’ ছবিতেও অভিনয় করেছিলেন দীপিকা। প্রযুক্তিগতভাবে ভারতের প্রথম ফটোরিয়ালিস্টিক মোশন ক্যাপচার ফিল্ম ছিল ‘কোচাদাইয়া’। অভিনেতাদের ভার্চুয়াল সেটআপে অভিনয় করার প্রয়োজন ছিল এবং সেখান থেকে অ্যানিমেটেড ফিল্মটি তৈরি করতে তাঁদের মোশন এবং মুখের ভাব ধরা পড়ে। এই ছবির মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন দীপিকা।

দীপিকা পাডুকোন ২০১৪-তে রজনীকান্তের সঙ্গে ‘কোচাদাইয়া’ ছবিতেও অভিনয় করেছিলেন দীপিকা। প্রযুক্তিগতভাবে ভারতের প্রথম ফটোরিয়ালিস্টিক মোশন ক্যাপচার ফিল্ম ছিল ‘কোচাদাইয়া’। অভিনেতাদের ভার্চুয়াল সেটআপে অভিনয় করার প্রয়োজন ছিল এবং সেখান থেকে অ্যানিমেটেড ফিল্মটি তৈরি করতে তাঁদের মোশন এবং মুখের ভাব ধরা পড়ে। এই ছবির মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন দীপিকা।

5 / 6
সোনাক্ষী সিনহা ‘লিঙ্গা’ ফিল্মে সোনাক্ষী সিনহার সঙ্গে জুটি বাঁধেন রজনীকান্ত। পিরিওডিকাল ফিল্ম। ভারতে ব্রিটিশ শাসনের সময়কাল ছিল পটভূমি। অভিনেত্রী সোনাক্ষী সিনহা রজনীর বিপরীতে অভিনয় করেছিলেন। তিনি একজন সাধাসিধে গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যে জেলা কালেক্টর লঙ্গেশ্বরণের (রজনী) প্রেমে পড়ে যান।

সোনাক্ষী সিনহা ‘লিঙ্গা’ ফিল্মে সোনাক্ষী সিনহার সঙ্গে জুটি বাঁধেন রজনীকান্ত। পিরিওডিকাল ফিল্ম। ভারতে ব্রিটিশ শাসনের সময়কাল ছিল পটভূমি। অভিনেত্রী সোনাক্ষী সিনহা রজনীর বিপরীতে অভিনয় করেছিলেন। তিনি একজন সাধাসিধে গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যে জেলা কালেক্টর লঙ্গেশ্বরণের (রজনী) প্রেমে পড়ে যান।

6 / 6
মনীষা কৈরালা ‘বাবা’ ছবিতে রজনী মনীষা কৈরালার সঙ্গে রোমান্স করেছিলেন। ছবিটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল। মণীষা কৈরালা সম্প্রতি একটি ওয়েব সিরিজ, ‘লাস্ট স্টোরিজ’-এ অভিনয় করে আবার খ্যাতি অর্জন করেছিলেন। তিনি এ আর রহমান প্রযোজিত ‘নাইন্টি নাইন’ গানেও উপস্থিত ছিলেন। যদিও বক্স অফিসে ‘বাবা’ ছবিটি লক্ষ্মীলাভ করতে অসফল হয়, কিন্তু  রজনী এবং মনীষার পোস্টার সে সময়ে হট সেলিং ছিল।

মনীষা কৈরালা ‘বাবা’ ছবিতে রজনী মনীষা কৈরালার সঙ্গে রোমান্স করেছিলেন। ছবিটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল। মণীষা কৈরালা সম্প্রতি একটি ওয়েব সিরিজ, ‘লাস্ট স্টোরিজ’-এ অভিনয় করে আবার খ্যাতি অর্জন করেছিলেন। তিনি এ আর রহমান প্রযোজিত ‘নাইন্টি নাইন’ গানেও উপস্থিত ছিলেন। যদিও বক্স অফিসে ‘বাবা’ ছবিটি লক্ষ্মীলাভ করতে অসফল হয়, কিন্তু রজনী এবং মনীষার পোস্টার সে সময়ে হট সেলিং ছিল।

Next Photo Gallery