AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাদক কাণ্ডে এনসিবি’র সমনে মুখ খুললেন করণ জোহর

করণ জোহরের বাড়িতে হওয়া পার্টিতে মাদক সেবন হয়েছিল কিনা তা নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য বৃহস্পতিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সমন পাঠিয়েছিল পরিচালককে। অবশেষে এ নিয়ে মুখ খুললেন করণ।

মাদক কাণ্ডে এনসিবি'র সমনে মুখ খুললেন করণ জোহর
মুখ খুললেন করণ।
| Updated on: Dec 18, 2020 | 5:49 PM
Share

গত বছর করণ জোহরের বাড়িতে হওয়া পার্টিতে মাদক সেবন হয়েছিল কিনা তা নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য বৃহস্পতিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সমন পাঠিয়েছিল পরিচালককে। অবশেষে এ নিয়ে মুখ খুললেন করণ।

সংবাদ সংস্থা পিটিআই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ দিন করণ এনসিবিকে লিখিত জানান, তাঁর পার্টিতে কোনও মাদক সেবন করা হয়নি। বলিউডের বহু তারকা সেখানে এলেও কেউ-ই মাদক নেননি ওই দিন। এ প্রসঙ্গে এনসিবি’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে সংবাদমাধ্যমকে জানান, আজ সকালে আইনজীবীর মাধ্যমে এনসিবি’র কাছে লিখিত উত্তর জমা দেন করণ। এনসিবি গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

২০১৯ সালের ২৮ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন করণ। সেই ভিডিয়োতে রণবীর কপূর, দীপিকা পাড়ুকঅন, মালাইকা অরোরা, অর্জুন কপূর সহ বলিউডের নামজাদা তারকাদের দেখা গিয়েছিল। ভিডিয়োটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ দাবি করেছিলেন, ভিডিয়োটিতে ওই সব তারকারা যে রকম হাবভাব করছে তাতে স্পষ্ট, তাঁরা কেউ-ই স্বাভাবিক অবস্থায় নেই।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ প্রকাশ্যে আশার পর থেকেই ওই ভিডিয়ো নিয়ে আবারও জলঘোলা হয়। কঙ্গনা রানাউত থেকে শুরু করে অকালি দলের নেতা মাঞ্জিন্দর সিং দাবি করেন, ওই পার্টিতে ড্রাগ নেওয়া হয়েছিল। যদিও কর্ণ তখনও দাবি করেছিলেন, ওই দিন তিনি এবং তাঁর সহকর্মীরা কেউ-ই মাদক নেননি। তিনি বলেছিলেন, “যে ভাবে বিভিন্ন প্রতিবেদনে আমাকে, আমার পরিবারকে, আমার প্রযোজনা সংস্থা ধর্মকে এবং আমার সহকর্মীদের নামে ভ্রান্ত অভিযোগ করা হচ্ছে তা অসহনীয় এবং বিরক্তিকর।”