‘পাঠান’ ফিল্ম নিয়ে এখনও ঘোষণা না হলেও এটি ইতিমধ্যে সর্বকালের অন্যতম প্রতীক্ষিত হিন্দি ছবিতে পরিণত হয়েছে। আর হবে না-ই বা কেন? শাহরুখ খান আবার পর্দায়! তাও আবার তিন-তিনবছরেরও বেশি বিরতির পরে এসআরকে-র প্রত্যাবর্তন!
খবর ছিল সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’, বুর্জ খলিফায় শুট হওয়া প্রথম বলিউড ছবি হতে চলেছে। অ্যাকশনে ভরপুর সবচেয়ে বড় ক্লাইম্যাক্স সিন বলিউডে এর আগে শুট হয়নি। বুর্জ খালিফার ভিতর এবং চূড়ায় গোটা ক্লাইম্যাক্স সিনের শুটিং হবে। সলমন খান এবং শাহরুখ খান রাশিয়ান মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করবেন। সলমন ছবিতে ‘টাইগার’-এর চরিত্রে অভিনয় করবেন। সলমনের চরিত্রটি প্রয়োজনীয় এক বন্ধুর, যিনি রাশিয়ান বন্দুকধারী মাফিয়াদের থেকে শাহরুখকে উদ্ধার করতে আসেন।
আরও পড়ুন ২৯ বছর বয়সে হয়েছিলেন ৬০ বছরের বয়স্ক! আবার ‘সারাংশ’-এ অনস্ক্রিনে অনুপম?
সূত্রের খবর “আদিত্য চোপড়া এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবিতে সলমনের জন্য একটি বিশেষ ইন্ট্রোডাক্টারি সিন প্ল্যান করেছেন। একটি হেলিকপ্টার আকাশে উড়ছে এবং তাতে ঝুলে রয়েছেন টাইগার (সলমন খান) আর ব্যাকগ্রাউন্ডে বাজছে টাইগার থিম সং। একেবারে রাজকীয় এনট্রি হতে চলেছে ভাইজানের। তারপর দীর্ঘ ২০ মিনিটের অ্যাকশন সিকোয়েন্সের পর এসআরকে-কে মাফিয়াদের হাত থেকে উদ্ধার করবেন টাইগার।
এসআরকে এবং সলমন ছাড়াও দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামে বুর্জ খলিফায় ক্লাইম্যাক্স সিনে থাকছেন। ‘পাঠান’ টিম ইতিমধ্যে ৭০ শতাংশ শুটিং শেষ করে ফেলেছে। বাকি ৩০% লকডাউনের পর রাশিয়ায় শুটিং করা হবে। জুন মাসে ছবির শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে জুলাইয়ের শেষের দিকে তা পিছিয়েছে।