AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan Kissing scene: কোন অভিনেত্রীর ঠোঁটে ঠোঁট রেখে ৪ ঘণ্টা চুমুতে ডুবলেন আমির?

Cine Gossip: শেষ করা তিন ছবি বক্স অফিসে জায়গা করতে পারেনি, তাই এখন খানিকটা নিজেকে সময় দিয়েছেন তিনি। যদিও একটা সময় এই স্টারের ছবি মানেই দর্শক মনে রাতারাতি জায়গা করে নেওয়া। অভিনেত্রীদের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রিও চোখে পড়ার মতো।

Aamir Khan Kissing scene: কোন অভিনেত্রীর ঠোঁটে ঠোঁট রেখে ৪ ঘণ্টা চুমুতে ডুবলেন আমির?
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 5:13 PM
Share

আমির খান, কেরিয়ারে একাধিক অভিনেত্রীর আনাগোনা ছিল যাঁর জীবনে সেই সুপার স্টার এখন বলিউডে ছবি করছেন ভীষণ বাছাই করে। শেষ করা তিন ছবি বক্স অফিসে জায়গা করতে পারেনি, তাই এখন খানিকটা নিজেকে সময় দিয়েছেন তিনি। যদিও একটা সময় এই স্টারের ছবি মানেই দর্শক মনে রাতারাতি জায়গা করে নেওয়া। অভিনেত্রীদের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রিও চোখে পড়ার মতো। যার মধ্যে অন্যতম চর্চিত কাহিনি হল রাজা হিন্দুস্তানি। যেখানে তাঁর ও করিশ্মা কাপুরের মধ্যে সম্পর্কের সমীকরণ যেভাবে পর্দায় তুলে ধরা হয়েছিল, তা এক কথায় হিট। এই জুটির রোম্যান্সের দৃশ্য আজও বলিউডের অন্যতম চর্চিত বিষয়।

রাজা হিন্দুস্তানি ছবির রোম্যান্টিক দৃশ্য। বলিউডের অন্যতম চুমুর দৃশ্য বলতে যে কটি প্রথম মাথায় আসে তার মধ্যে রাজা হিন্দুস্তানি-তে করিশ্মা ও আমিরের চুম্বন অন্যতম। ছবিতে যা ঝড় তুলেছিল। বৃষ্টিভেজা রোম্যান্টিক চুমু, যা কয়েকমুহূর্তে পর্দায় এক অন্য আবেদন তৈরি করেছিল। ঝড়ের গতিতে যা ভাইরাল আজও ভক্তদের হাতে হাতে, সেই চার মিনিটের চুমু শুট হয়েছিল টানা তিনদিন ধরে। বিশ্বাস করতে অসুবিধে হলেও এটাই সত্যি। উটি-তে চলছিল এই শুটিং। ফেব্রুয়ারি মাস। ঠিকঠাক শর্ট না মেলায় বারে বারে টেক হচ্ছিল এই চুমুর দৃশ্য। কিছুতেই মন ভরছিল না পরিচালকের। একে শীতকাল, তারমধ্যে বৃষ্টিতে ভিজে উটিতে শুটিং একটা সময়ের পর রীতিমত কাঁপতে থাকেন দুজনেই। তবে পরিচালক থামতে নারাজ। উল্টে সামনে চলছিল পাখা। ফলে চরম অবস্থায় কাটে দুই সেলেবের।

একটা সময় দুজনেই ক্লান্তভাবে ভাবতে শুরু করেন, কবে, কখন এই চুমুর দৃশ্যের শুটিং শেষ হবে! তবে সেই কঠিন পরিশ্রমের জন্যই এই দৃশ্য আজও বলিউডের আইকনিক হয়ে রয়ে গিয়েছে। এই ছবির শুটিং-এর অভিজ্ঞতা দুই স্টারের কাছেই বেশ মধুর। ছবি বক্স অফিসেও ছিল হিট। বহুদিন ধরে প্রেক্ষাগৃহ ছিল হাউস ফুল।