Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৫৮-এ পৌঁছে ‘দ্বিতীয়বার’ বিয়ের পিঁড়িতে ‘বিবাহিত’ রণিত রায়, পাত্রী কে?

Ronit Roy Second Marriage at 58: ফের বিয়ে করলেন মুম্বইয়ের বাঙালি অভিনেতা রণিত রায়। সিনেমা থেকে সিরিয়াল--হিন্দি ভাষায় এবং বাংলাতেও কাজ করেছেন তিনি। ফের বিয়ের পিঁড়িতে বসলেন রণিত। এখন তাঁর বয়স ৫৮ বছর। পাত্রী কে? ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সেই বিবাহ প্রস্তাব। আরও লিখেছিলেন, "দ্বিতীয়বার হয়েছে তো কী হয়েছে? হাজারবার তোমাকেই বিয়ে করব আমি..."

৫৮-এ পৌঁছে 'দ্বিতীয়বার' বিয়ের পিঁড়িতে 'বিবাহিত' রণিত রায়, পাত্রী কে?
রণিতের সদ্য বিয়ের ছবি।
Follow Us:
| Updated on: Dec 26, 2023 | 6:50 PM

ফের বিয়ে করলেন মুম্বইয়ের বাঙালি অভিনেতা রণিত রায়। সিনেমা থেকে সিরিয়াল–হিন্দি ভাষায় এবং বাংলাতেও কাজ করেছেন তিনি। ফের বিয়ের পিঁড়িতে বসলেন রণিত। এখন তাঁর বয়স ৫৮ বছর। পাত্রী কে?

২০ বছর আগে নীলম বসুকে বিয়ে করেছিলেন রণিত। ছিল সেই বিয়ের বার্ষিকী অনুষ্ঠান। সাধারণত বিবাহবার্ষিকীতে একে-অপরকে মালা পরিয়ে, কেক কেটেই পালন করেন দম্পতিরা। কিন্তু রণিতের ছিল অন্য পরিকল্পনা। তিনি স্থির করে নিয়েছিলেন, ২০ বছরের বিয়ের জন্মদিনে বউকেই ফের বিয়ে করবেন সমস্ত রীতিনীতি মেনে। এবং করলেনও তাই।

নিজের বিয়ে করা বউকেই ফের বিয়ে করলেন ২০ বছর পর। সাত পাক ঘুরলেন। অগ্নিসাক্ষী রাখলেন। আগুনে খই দিলেন। সিঁদুর পরালেন এবং সাত জন্ম একসঙ্গে থাকার ফের প্রতিশ্রুতি দিলেন একে-অপরকে। নিজের বউকে ফের বিয়ে করার আগে তাঁকে বিবাহের প্রস্তাবও দিয়েছিলেন রণিত। বলেছিলেন, “আমাকে বিয়ে করবে? আবার?”

ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সেই বিবাহ প্রস্তাব। আরও লিখেছিলেন, “দ্বিতীয়বার হয়েছে তো কী হয়েছে? হাজারবার তোমাকেই বিয়ে করব আমি। বিবাহবার্ষিকীর ২০তম শুভেচ্ছা আমার প্রেম।”

তবে নীলম রণিতের প্রথম স্ত্রী নন। আগেও তিনি বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। জ়োহাইনা মুমতাজ় খান ছিলেন তাঁর প্রথম স্ত্রী। সেই বিয়ে থেকে এক সন্তান আছে রণিতের। কন্যার নাম ওনা। দিলীপ কুমারের ভাগ্নিকে বিয়ে করেছেন তিনি। বিয়ে ভাঙার কারণও জানা যায়নি। তবে রণিতের কন্যা এবং তাঁর প্রথম স্ত্রী মার্কিন মুলুকে থাকেন।

নীলমের সঙ্গে রণিতের বিয়ে হয় প্রেম করে। প্রথম দেখাতেই একে-অপরকে ভালবেসে ফেলেছিলেন তাঁরা। তিন বছর প্রেম করার পর সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করবেন। তবে তাঁরা খুবই সুখী দম্পতি, না হলে কেউ নিজের বউকেই দ্বিতীয়বার বিয়ে করে!

রণিতের বিয়ের ছবি। ২০ বছর আগে।