Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘…ভীষণ ভালবাসি’, অভিষেকের সঙ্গে সম্পর্ক ভাঙনের গুঞ্জনের মধ্যেই বলে উঠলেন ঐশ্বর্য

Aishwarya-Abhishek: বাজারে জোর রটেছে শ্বশুরবাড়ির সঙ্গে নাকি সম্পর্ক আদায়-কাঁচকলায় হয়ে গিয়েছে ঐশ্বর্যর। এতটাই নাকি তিক্ত হয়েছে সম্পর্ক যে, অভিষেকের সঙ্গে ডিভোর্সও নাকি হতে পারে ঐশ্বর্যর। আরাধ্যার জন্যই নাকি স্বামী-স্ত্রী হিসেবে এখনও পরিচয় দিচ্ছেন দুই তারকা। এরই মাঝে ঐশ্বর্যর সোশ্য়াল মিডিয়া পোস্ট সামনে আসে, যেখানে তিনি লিখেছেন, "তোমাদের ভীষণ ভালবাসি"।

'...ভীষণ ভালবাসি', অভিষেকের সঙ্গে সম্পর্ক ভাঙনের গুঞ্জনের মধ্যেই বলে উঠলেন ঐশ্বর্য
ঐশ্বর্য রাই বচ্চন।
Follow Us:
| Updated on: Dec 25, 2023 | 1:40 PM

বচ্চন পরিবার থেকে নাকি বেরিয়ে এসেছেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি নাকি এখন থাকছেন তাঁর মা বৃন্দা রাইয়ের সঙ্গে। বাপের বাড়িতে নাকি তাঁর এবং বৃন্দার সঙ্গে থাকছে বচ্চন পরিবারের আদুরে কন্যা আরাধ্যাও। বাজারে জোর রটেছে শ্বশুরবাড়ির সঙ্গে নাকি সম্পর্ক আদায়-কাঁচকলায় হয়ে গিয়েছে ঐশ্বর্যর। এতটাই নাকি তিক্ত হয়েছে সম্পর্ক যে, অভিষেকের সঙ্গে ডিভোর্সও নাকি হতে পারে ঐশ্বর্যর। আরাধ্যার জন্যই নাকি স্বামী-স্ত্রী হিসেবে এখনও পরিচয় দিচ্ছেন দুই তারকা। এরই মাঝে ঐশ্বর্যর সোশ্য়াল মিডিয়া পোস্ট সামনে আসে, যেখানে তিনি লিখেছেন, “তোমাদের ভীষণ ভালবাসি”। এই ভালবাসা কার জন্য? অভিষেক-আরাধ্যার জন্য নাকি অন্য কেউ। তা হলে কি গুঞ্জন মিথ্যা–কিছুই হয়নি ঐশ্বর্য-্রঅভিষেকের?

সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন ঐশ্বর্য। তবে বিশেষ দিন হলে তিনি পোস্ট করেন নানা কিছু। যেমন মেয়ের জন্মদিন, বাবার জন্মদিন, ইত্যাদি। শ্বশুর অমিতাভ বচ্চনের জন্মদিনে শাশুড়ি জয়া বচ্চনকে ক্রপ করে ছবি থেকে বাদ দিয়ে পোস্ট করে বিতর্ক তৈরি করেছিলেন ঐশ্বর্য। তা হলে এই পোস্ট কার জন্য।

প্রয়াত বাবা কৃষ্ণরাজ এবং মা বৃন্দা রাইয়ের পুরনো ছবি পোস্ট করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। সেই পোস্টেই তিনি লিখেছেন, “তোমাদের ভীষণ ভালবাসি। প্রিয় বাবা এবং মা। তোমাদের সঙ্গে প্রার্থনা করছি। আমার অনেক ভালবাসা নিও তোমরা।”

বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ঐশ্বর্যর। তবে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য এবং তাঁর মা বৃন্দাকে। চারজন একসঙ্গে নেচেওছেন। এই দৃশ্য প্রকাশ্য আসার পর অনেকে বলছেন, বিবাদের গুঞ্জনকে ধামাচাপা দেওয়ার জন্যই নাকি বচ্চনরা সকলের সামনে ভাল ব্যবহার করছেন। যেমনভাবে বহু গোপন কথা এতদিন চেপে রেখেছেন তাঁরা।