AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন সম্পত্তি হল অজয়-কাজলের, দাম ৬০ কোটি টাকা!

শোনা যাচ্ছে, মুম্বইয়ের জুহু এলাকায় গত বছর থেকেই ফ্ল্যাট খুঁজছিলেন অজয় এবং কাজল। অজয়ের মুখ পাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন তাঁরা।

নতুন সম্পত্তি হল অজয়-কাজলের, দাম ৬০ কোটি টাকা!
দম্পতি।
| Updated on: May 31, 2021 | 2:11 PM
Share

আজ অর্জুন কাপুর, তো কাল অজয় দেবগণ (Ajay Devgn)। বলিউড (Bollywood) অভিনেতাদের নতুন বাড়ি কেনার ধুম লেগেছে! প্রেমিকা মালাইকা আরোরার প্রতিবেশী হওয়ার জন্য নতুন একটি ফ্ল্যাট সদ্য কিনেছেন অর্জুন। এ বার নতুন বাড়ি ফ্ল্যাট কিনলেন অজয় দেবগণও। শোনা যাচ্ছে ৬০ কোটি টাকা ব্যায়ে নতুন ফ্ল্যাট কিনেছেন অজয় এবং কাজল

শোনা যাচ্ছে, মুম্বইয়ের জুহু এলাকায় গত বছর থেকেই ফ্ল্যাট খুঁজছিলেন অজয় এবং কাজল। অজয়ের মুখ পাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন তাঁরা। যদিও তিনি দামের বিষয়ে কিছু জানাননি। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, দম্পতির নতুন ফ্ল্যাটের দাম কম-বেশি ৬০ কোটি টাকা।

অর্জুন বান্দ্রাতে ফ্ল্যাট কিনেছেন। মালাইকা ছাড়াও তাঁর প্রতিবেশী শাহরুখ খান, রণবীর কাপুর প্রমুখ। আর অজয় ফ্ল্যাট কিনলেন জুহুতে। এখানে তিনি প্রতিবেশী হিসেবে পাবেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হৃতিক রোশনের মতো শিল্পীকে।

অজয়ের শেষ ছবি ‘তানাজি: দ্য আনসাঙ ওয়ারিয়র’। বিশ্ব জুড়ে ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছে সে ছবি। আপাতত অজয়ের পরবর্তী ছবি ‘ময়দান’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমা হলেও মুক্তি পাবে সেই ছবি।

আরও পড়ুন, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়