অনলাইনে রিলিজ করবে ‘ময়দান’? কী জানালেন প্রযোজকরা?

এই স্পোর্টস ড্রামার সঙ্গে কলকাতার আবেগ মিশে রয়েছে। দুই বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং অমর্ত্য রায় এই ছবিতে অভিনয় করেছেন।

অনলাইনে রিলিজ করবে ‘ময়দান’? কী জানালেন প্রযোজকরা?
‘ময়দান’ ছবির পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: May 20, 2021 | 10:00 PM

‘ময়দান’। অজয় দেবগণের (Ajay Devgn) কেরিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি। কিন্তু সে ছবি কি কোনও ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে? বৃহস্পতিবার দিন জল্পনার পর অবশেষে মুখ খুললেন নির্মাতারা। এ দিন ছবি মুক্তির বিষয়ে প্রযোজকদের তরফে বিবৃতিও জারি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা এটা জানাতে চাই, এখনও পর্যন্ত পে পার ভিউ-এ ময়দান রিলিজ নিয়ে কোনও ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে কথা হয়নি। ছবির সঙ্গে যুক্ত সকল কলাকুশলীর সুরক্ষা বজায় রেখে এবং সমস্ত সরকারি নির্দেশ মেনে ছবিটা শেষ করাই এখন আমাদের লক্ষ্য।’ সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শও এই বিষয়ে টুইট করেন।

‘ময়দান’ প্রযোজনা করেছেন বনি কাপুর, অরুণাভ জয় সেনগুপ্ত এবং আকাশ চাওলা। এই স্পোর্টস ড্রামার সঙ্গে কলকাতার আবেগ মিশে রয়েছে। দুই বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং অমর্ত্য রায় এই ছবিতে অভিনয় করেছেন।

View this post on Instagram

A post shared by Taran Adarsh (@taranadarsh)

অমিত শর্মা এই ছবির পরিচালক। ফুটবল কোচ সইদ আবদুল রহিমের জীবনের উপর তৈরি এই বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা। মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগণ। নায়িকার চরিত্রে দেখা যাবে প্রিয়মণিকে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।

দিন কয়েক আগে ঈদে মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ‘রাধে’। প্যানডেমিক পরিস্থিতিতে পে পার ভিউ-এ অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। পাশাপাশি হাতে গোনা যে কয়েকটি হল খোলা রয়েছে, সেখানেও মুক্তি পেয়েছে ছবিটি। সে কারণেই বড় বাজেটের ছবি ময়দানকে নিয়েও এ হেন জল্পনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে। যা একেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, আমি আপনাকে খুশি করার জন্য জন্মাইনি: কাশ্মীরা শাহ