বিশ্ব পরিবেশ দিবসে আগামী ৫ জুন, অক্ষয় কুমার, শিল্পা শেট্টি, ভূমি পেডনেকর, রাজকুমার রাও, সোনু সুদ, অর্জুন কাপুর, তাপসী পান্নু এক বিশেষ বার্তা দিতে চলেছেন। ‘ধরতি কা দিল’ নামক এক এক বিশেষ মিউজিক ভিডিয়োতে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য একসঙ্গে যোগ দিয়েছেন একাধিক বলি সেলেব্রিটি। রাষ্ট্রসংঘ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক উদ্যোগে তৈরি হচ্ছে এই মিউজিক ভিডিয়ো। পরিবেশবিদ আসিফ ভামলা এক প্রতিবেদনে বলেছেন যে ভিডিওয়োটিতে গান এবং সেলিব্রিটিদের বার্তা থাকবে।
ভামলা বলেছেন, “যেহেতু এ বছর তাঁদের বিষয়বস্তু ইকোসিস্টেমের পুনরুদ্ধার। তাই আমাদের পিতৃপুরুষরা আমাদের জন্য যেভাবে পৃথিবীকে পুনরুজ্জীবিত করেছেন, এ মূলমন্ত্রে আমাদের মিউজিক ভিডিয়ো।”
গানটি ৫ জুনের আগে প্রকাশ করা হবে বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, গানটিতে সুর করেছে শান এবং গানের কথা লিখেছেন স্বনান্দ কিড়কিড়ে। বি প্রাক, আদনান স্বামী, শঙ্কর মহাদেবন, পলক মুচ্ছল প্রমুখ শিল্পীরা গানটি গেয়েছেন।
এই মিউজিক ভিডিয়োটির জন্য তিনি কেন বলিউড সেলিব্রিটিদের বেছেছেন তা ব্যাখ্যা করে, ভামলা বলেন, “বলিউডের এক-একজন অভিনেতা কত মানুষের রোল মডেল। অর্জুন, তাপসী, ভূমি, রাজকুমার, শিল্পা ও সোনু সুদ গানে ছোট-ছোট বার্তা দিয়েছেন। এছাড়াও আমাদের মধ্যে বিভিন্ন জগতের সেলিব্রিটিরা যেমন শচীন তেন্ডুলকার, মনীষ মালহোত্রা এবং ফায়ে ডি সুজা সহ রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির সিনিয়র সদস্যরাও রয়েছেন।” আগামী ৩১ মে গানের টিজার মুক্তি পেতে চলেছে।