শ্রীলঙ্কার এই ভাইরাল ছবিরই নকল বেল বটমের পোস্টার? ট্রোলের মুখ গোটা টিম
দুই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া ভরেছে ট্রোলে। বানানো হচ্ছে মিম। বলিউডের ভাবনার কন্টেন্ট নিয়েও উঠছে প্রশ্ন।
মুক্তির আগেই বিতর্কে জড়াল অক্ষয় কুমার অভিনীত ছবি বেল বটম। ছবি নয়, বলা ভাল ছবির পোস্টারটি। নেটিজেনদের একাংশের দাবি তা আদপে বছর দুয়েক শ্রীলঙ্কায় তোলা এক ভাইরাল ছবির নকল।
সাম্প্রতিক ছবিতে দেখা যাচ্ছে ট্রেনের দরজা দিয়ে ঝুঁকে অক্ষয়ের দিকে এক পা বাড়িয়ে রেখেছেন বানী কাপুর। দুজনের মুখেই হাসি। প্রায় একই রকম আর একটি ছবি ডায়েট সব্য নামক এক কনটেন্ট ক্রিয়েটার পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। দুটি ছবিতে যুগলের ছবি ও আশ্চর্য! পোজেও রয়েছে অদ্ভুত সামঞ্জস্য।
একটি ছবি বেল বটমের পোস্টার ও অন্যদিকে ইনস্টা ইনফ্লুয়েন্সার ও ট্র্যাভেল ব্লগার ক্যামিলির । নিজের পার্টনারের সঙ্গে মাঝে মধ্যেই ভ্রমণে বের হন তিনি। ২০১৯ সালে তিনি বেড়াতে যান শ্রীলঙ্কা। সেখানেই বয়ফ্রেন্ডে ঠোঁটে ঠোঁট, রোম্যান্টিক অথচ দুঃসাহসী ছবি তোলেন তাঁরা। বেল বটমেও দেখা গেল খানিক একই চিত্র।
View this post on Instagram
দুই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া ভরেছে ট্রোলে। বানানো হচ্ছে মিম। বলিউডের ভাবনার কন্টেন্ট নিয়েও উঠছে প্রশ্ন। যদিও সিনেমাটির টিমের তরফে এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করা হয়নি। আগামী ১৯ তারিখ থিয়েটার হলে মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন, জন্মদাত্রী মায়ের পরিচয় সম্পর্কে কী বললেন সুস্মিতার দত্তক কন্যা রেনে?