AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir-Alia Viral Video: মধ্যরাতে রণবীরকে কাছে পেতেই প্রকাশ্যে এ কী করলেন আলিয়া, ক্যামেরায় ধরা পড়ল সবটা

Viral Video: ক্যামেরার পিছনে সত্যি কতটা মধুর তাঁদের সম্পর্ক এবার সেই পর্দা ফাঁস হল মধ্য রাতে?

Ranbir-Alia Viral Video: মধ্যরাতে রণবীরকে কাছে পেতেই প্রকাশ্যে এ কী করলেন আলিয়া, ক্যামেরায় ধরা পড়ল সবটা
| Edited By: | Updated on: Feb 18, 2023 | 9:16 AM
Share

আলিয়া ভাট ও রণবীর কাপুরের মধ্যে থাকা সম্প্রেকর সমীকরণ নিয়ে প্রকাশ্যে আলাদা করে কিছু বলার অবকাশ থাকে না। বিটাউনের এই লাভবার্ডকে নিয়ে চর্চা প্রথম থেকেই তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁদের প্রেমকাহিনি বারে বারে উঠে আসতে দেখা দিয়েছে নেটদুনিয়ার পাতায়। তবে কেবল প্রেমপর্বই নয়, বিয়ে থেকে সন্তান, সবটাই সময় সুযোগ বুঝে ইতিমধ্যেই করে ফেলেন এই জুটি। তাই তাঁদের নিয়ে একটা কথাই ভক্তদের মুখে মুখে ফেলে, পারফেক্ট জুটি। সেই পারফেক্ট জুটির পর্দায় সমীকরণ কেমন তা তো দেখা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ক্যামেরার পিছনে সত্যি কতটা মধুর তাঁদের সম্পর্ক এবার সেই পর্দা ফাঁস হল মধ্য রাতে? সত্যি কি এই জুটির মধ্যে এতটাই প্রেম বর্তমান, যা সকলেই প্রতিটা মুহূর্তে দেখেন বা অনুমান করেন?

এক কথায় বলতে গেলে উত্তর- হ্যাঁ। এতটাই সম্পর্কের গভীরতা তাঁদের মধ্যে বর্তমান। তা আরও একবার প্রমাণ করল, সম্প্রতি প্রকাশ্যে আসা এই ভিডিয়ো। মধ্য রাতে বিমান বন্দর থেকে রণবীর কাপুরকে নিতে গিয়েছিলেন খোদ আলিয়া ভাট। এর আগে বিপরীত ছবিটিও দেখা গিয়েছিল। যখন আলিয়াকে সারপ্রাইজ় দিতে রণবীর কাপুর পৌঁছে গিয়েছিলেন বিমান বন্দরে।

সেদিও ক্যামেরায় ধরা পড়েছিল, রণবীরকে দেখা মাত্রই ছুটে চলে গিয়েছিলেন আলিয়া গাড়িতে। দূর থেকে রণবীর বলে চিৎকার করেও উঠতে দেখা যায় তাঁকে। তবে এই অনুভূতি যে এক তরফা নয়, তা প্রমাণ করল নতুন ভিডিয়ো।

এবারও তিনি গাড়িতে বসে রইলেন। রণবীর সেখানে পৌঁছানো মাত্রই হাতে হাত আলিয়ার, মাথায় হাত দিয়ে কুশল সংবাদ জিজ্ঞেসও করে নিতে দেখা যায় তাঁকে। আদরের সঙ্গে রণবীরকে এভাবে কাছে টেনে নেওয়ার ভিডিয়ো দেখা মাত্র নেটপাড়া আবারও এই লাভবার্ডকে ভালবাসায় ভরিয়ে দিল। একসঙ্গে তাঁরা যাই করেন, তাতেই মুগ্ধ আট থেকে আশি।