AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt-Ranbir Kapoor: টক্সিক স্বামী পেয়েছেন নাকি! আলিয়ার উত্তর শুনলে চমকে যাবেন…

Alia-Ranbir-Raha: রণবীর কাপুরের ঠোঁটে লিপস্টিক লাগানো একেবারেই পছন্দ নয়। তাই বারবারই তিনি তাঁর স্ত্রী আলিয়া ভাটের ঠোঁটে লিপস্টিক দেখলেই সেটা মুছে ফেলতে বলতেন। এমন একটি তথ্য আলিয়া শেয়ার করেছিলেন একটি ভিডিয়োর মাধ্যমে। এবং তা প্রকাশ্যে আসার পরপরই কটাক্ষের শিকার হয়েছিলেন রনবীর। তাঁকে তুলোধোনা করেছিল নিন্দুকেরা।

Alia Bhatt-Ranbir Kapoor: টক্সিক স্বামী পেয়েছেন নাকি! আলিয়ার উত্তর শুনলে চমকে যাবেন...
ছবি ইতিমধ্যেই দর্শক মনে বিস্তর জায়গা করে নিয়েছে, সকলের মনেই একটাই প্রশ্ন কবে আসছে ব্রহ্মাস্ত্র ২ ছবি। প্রথমপর্বেই স্পষ্ট ছিল ইঙ্গিত, আসবে দ্বিতীয় পর্ব।
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 6:58 PM
Share

রণবীর কাপুরের ঠোঁটে লিপস্টিক লাগানো একেবারেই পছন্দ নয়। তাই বারবারই তিনি তাঁর স্ত্রী আলিয়া ভাটের ঠোঁটে লিপস্টিক দেখলেই সেটা মুছে ফেলতে বলতেন। এমন একটি তথ্য আলিয়া শেয়ার করেছিলেন একটি ভিডিয়োর মাধ্যমে। এবং তা প্রকাশ্যে আসার পরপরই কটাক্ষের শিকার হয়েছিলেন রনবীর। তাঁকে তুলোধোনা করেছিল নিন্দুকেরা। এমনকী ‘টক্সিক’ কিংবা ‘বিষাক্ত’ পুরুষের আখ্যা দেওয়া হয়েছিল রণবীরকে। এমন বিষয়ে জানতে পেরে কষ্ট হলেও চুপ ছিলেন আলিয়া ভাট। তবে সম্প্রতি ‘কফি উইথ করণ’-এরর এপিসোডে মুখ খুলেছেন আলিয়া। বলেছিলেন রণবীর টক্সিক নন। বরং ঠিক তার উল্টো। এর ব্যাখ্যাও দিয়েছিলেন অভিনেত্রী।

কন্যা রাহার জন্মের পর দিন বিরতি নিয়েছিলেন আলিয়া ভাট। তারপর কাশ্মীরে শুটিং করতে গিয়েছিলেন একটি গানের দৃশ্যের। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির গানের দৃশ্য ছিল সেটি। ছোট্ট রাহাকে তিনি নিয়ে গিয়েছিলেন সঙ্গে। রাত জেগে তাঁকে খাওয়ানো এবং সক্কালে শুটিং করে একপ্রকার ক্লান্ত হয়ে পড়েছিলেন আলিয়া। ফোন করেছিলেন রণবীরকে। রণবীর সে সময় নিজের কাজ ফেলে আলিয়ার কাছে ছুট্টে গিয়েছিলেন। আলিয়াকে বলেছিলেন, তিনি রাহাকে নিয়ে ফেরত যাচ্ছেন। আলিয়া যেন শান্তিতে কাজ করতে পারেন। আলিয়া বলেছিলেন, “আমার স্বামী এরকমই। সাপোর্টিভ ভীষণ। এইদিন যদি রাহাকে নিয়ে রণবীর না আসতেন, আমি ঠিকমতো কাজই শেষ করতে পারতাম না। এটাই একজন স্বামী-স্ত্রীর মধ্যেকার রসায়ন। একজনের অন্যজনের পাশে থাকা।”