মুম্বইয়ে ৫,১৮৪ স্কোয়ার ফুটের ডুপ্লেক্স কিনলেন বলিউডের বিগ বি। গত বছর ডিসেম্বরে প্রপার্টি কেনেন অমিতাভ। গত এপ্রিল মাসে রেজিস্ট্রি করানো হয়েছে।
অমিতাভ বচ্চন কর্তৃক ক্রয়কৃত সম্পত্তির মূল্য ৩১ কোটি টাকা। খবরে বলা হয়েছে, এটি টায়ার-২ বিল্ডার ক্রিস্টাল গ্রুপের অ্যাটলান্টিসের একটি প্রকল্প। প্রতি স্কোয়ার ফুট দাম প্রায় ৬০,০০০ টাকা। তার উপর জুড়েছে ৬২ লাখ টাকার শুল্ক। ছটি গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা এবং ২৭ এবং ২৮ তলা জুড়ে এই সম্পত্তি।
আরও পড়ুন চড় খেলেন রুদ্রনীল! অভিযোগ অস্বীকার তৃণমূল ব্লক প্রেসিডেন্ট বাবলু সিংয়ের
অভিনেত্রী সানি লিওন একই প্রোজেক্টের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন, যার মূল্য ১৬ কোটি টাকা। ফিল্মমেকার আনন্দ এল রাই ২৫.৩ কোটি টাকায় একটি ডুপ্লেক্স কিনেছেন।
গত বছর আগস্ট মাসে মহারাষ্ট্র সরকার অস্থায়ীভাবে আবাসন সংস্থাগুলির স্ট্যাম্প শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে। ২২ ডিসেম্বর, ২০২০ অবধি শুল্কের হার কমিয়ে দেওয়া হয়েছিল। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মহামারী সময়ে আরও বিনিয়োগে উৎসাহ করতে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ, ২০২১ অবধি স্ট্যাম্প শুল্ক ছিল ৩ শতাংশ।
এরপর বেশ কয়েকটি সেলিব্রিটি শহরে বিলাসবহুল সম্পত্তিতে বিনিয়োগ করেন। অর্জুন কাপুর এবং সোনাক্ষী সিনহাও সম্প্রতি বান্দ্রায় প্রায় ২০ কোটিরও বেশি দামের স্কাই ভিলা কিনেছিলেন।