কিরণের শারীরিক পরিস্থিতি নিয়ে ভুয়ো তথ্যের অভিযোগে সাংবাদিকের সমালোচনায় অনুপম

কিছুদিন আগে কিরণের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তা নস্যাৎ করে অনুপম অনুরোধ করেছিলেন, যে কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা হোক।

কিরণের শারীরিক পরিস্থিতি নিয়ে ভুয়ো তথ্যের অভিযোগে সাংবাদিকের সমালোচনায় অনুপম
অনুপম খের।
Follow Us:
| Updated on: May 29, 2021 | 8:10 PM

ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী কিরণ খের। এ খবর সোশ্যাল মিডিয়ায় মাস কয়েক আগে জানিয়েছিলেন কিরণের স্বামী অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তারপর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিরণের হেলথ আপডেট দিয়েছেন তিনি। কিছুদিন আগে কিরণের মৃত্যুর ভুয়ো খবরও উড়িয়ে দিয়েছেন। এ বার কিরণের শারীরিক পরিস্থিতি নিয়ে ‘অবিশ্বাস্যভাবে অমানবিক’ মন্তব্য করার অভিযোগে এক সাংবাদিককে সোশ্যাল মিডিয়াতেই সমালোচনা করলেন অনুপম।

জনৈক নম্রতা জাকারিয়া টুইট করেন, কিরণের শারীরিক পরিস্থিতি নিয়ে সব সময় সত্যি কথা বলছেন না অনুপম। তিনি রং বদল করছেন বলে অভিযোগ করেন নম্রতা। কিরণের রাজনৈতিক কেরিয়ার নিয়েও কিছু ইঙ্গিত করেছেন নম্রতা। টুইটারে নিজেকে সাংবাদিক, লেখিকা হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।

এই টুইটের ভিত্তিতেই প্রকাশ্যে নম্রতার সমালোচনা করেন অনুপম। তিনি লেখেন, ‘নম্রতার মতো মানুষ অবক্ষয়ের যে কোনও পর্যায়ে চলে যেতে পারেন। এই মহিলা কিরণের শারীরিক পরিস্থিতি নিয়ে অবিশ্বাস্যভাবে অমানবিক মন্তব্যই শুধু করেননি, বরং নিজের কল্পনাকে শকুনের মতো প্রকাশ করেছেন। কোনও প্রমাণ ছাড়াই বিভিন্ন দাবি করেছেন। আপনার প্রতি লজ্জা হয়।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম বলেন, “কিরণের শরীর আগের থেকে ভাল আছে। কিন্তু এটা কঠিন চিকিৎসা। ও মাঝেমধ্যে বলে, লকডাউন, করোনা পরিস্থিতি গোটা ব্যাপারটাকে আরও জটিল করে দিল। চিকিৎসার দিক থেকে মন সরিয়ে রাখা দরকার। কিরণ বাইরে যেতে পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। কেমোথেরাপির দিনগুলোতে খুব কষ্ট পায়। আমরা সকলেই চেষ্টা করছি। ও নিজেই ভাল থাকার চেষ্টা করছে। চিকিৎসকরা চেষ্টা করছেন। কিন্তু ভাল হওয়ার জন্য ওর মনের জোরও দরকার। ও চেষ্টা করছে।”

কিছুদিন আগেই সপরিবার করোনার টিকা নিয়েছেন অনুপম। কিরণও টিকা নিয়েছেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সেদিনই প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছিল তাঁকে। কিছুদিন আগে কিরণের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তা নস্যাৎ করে অনুপম অনুরোধ করেছিলেন, যে কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা হোক।

আরও পড়ুন, লকডাউনে বাড়িতে বসে কী মিস করছেন ‘জুন আন্টি’?