#ভামিকা, কন্যার ছবি পোস্ট করলেন মা অনুষ্কা, পাশে রয়েছেন বিরাটও

অনুষ্কা কমেন্ট সেকশনে আরও লেখেন, ‘ঘুম ছিল না কিন্তু আমাদের হৃদয় পরিপূর্ণ ছিল। শুভেচ্ছা, প্রার্থনা এবং পজিটিভিটি দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

#ভামিকা, কন্যার ছবি পোস্ট করলেন মা অনুষ্কা, পাশে রয়েছেন বিরাটও
মা-বাবার কোলে ভামিকা।
Follow Us:
| Updated on: Feb 01, 2021 | 1:21 PM

অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা এবং অধিনায়ক বিরাটের প্রথম কন্যা বলে কথা! ভামিকা। বেবি গার্লের নামেও ছিল বিরাট-অনুষ্কার ছাপ। তাকে নিয়ে মানুষের উচ্ছ্বাস ছিল আকাশচুম্বী। এক ঝলক তাকে দেখার জন্য পাপারাৎজিরা হন্যে হয়ে ঘুরেছে। কিন্তু কার্যসিদ্ধি হয়নি। এক শিশুর ছবি দেখে অনেকে ভেবেও ফেলেছিলেন ওটা ভামিকাই। তাকে দেখার অপেক্ষার অবসান হল আজ।

আরও পড়ুন সিনেমাহলে মুক্তি পাবে ‘সূর্যবংশী’, চলছে এগজ়িবিটরের সঙ্গে আলোচনা

মা নিজেই পোস্ট করলেন মেয়ের প্রথম ছবি। সঙ্গে রয়েছেন বাবা বিরাটও। ছবিতে মায়ের কোলে রয়েছে ছোট্ট ভামিকা। আর পাশে বিরাট দাঁড়িয়ে। এক সেকেন্ডের জন্যও নজক সরছে না অধিনায়কের। অভিনেত্রী ক্যাপশানে লেখেন, ‘আমরা একসঙ্গে ভালবাসা, প্রেজেন্স এবং কৃতজ্ঞতার সঙ্গে জীবন কাটাচ্ছিলাম। কিন্তু এই ছোট্ট ভামিকা এটাকে একেবারে নতুন মাত্রায় নিয়ে গেছে!

অশ্রু, হাসি, উদ্বেগ, সুখ, সব অনুভূতিগুলো মাত্র কয়েক মিনিটে উপলব্ধি করেছি।’

অনুষ্কা কমেন্ট সেকশনে আরও লেখেন, ‘ঘুম ছিল না কিন্তু আমাদের হৃদয় পরিপূর্ণ ছিল। শুভেচ্ছা, প্রার্থনা এবং পজিটিভিটি দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

হিন্দু পুরাণ মতে, দেবী দূর্গার আরেক নাম ভামিকা। শিবের ডান পাশের স্থানের নামও ভামিকা।

ছবিতে কন্যার মুখ দেখা না গেলেও, ভামিকার ছোট্ট মাথাটা উঁকি মারছে। অনুষ্কার পরনে হালকা গোলাপি হুডি টিশার্ট এবং নীল ট্রাউজার। বিরাটের পরনে সাদা হাফ হাতা টিশার্ট এবং ব্ল্যাক প্যান্ট।

একের পর কমেন্টে ভরে যাচ্ছে কমেন্ট সেকশন। কেউ শিশুর সুস্বাস্থ্যের কামনা করছে, তো কেউ লিখছেন ভামিকা নামের ঠিক অর্থ আবার কেউ লিখছে, ‘ক্রিকেটার না অভিনত্রী?’!