সলমনের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছে প্রতিভা? মুখ খুললেন আরবাজ
Arbaaz Khan: আরবাজ জানান, ছোট গাছ নাকি বড় গাছের কারণে বাঁচতে পারে না, প্রবাদ রয়েছে। এ হেন প্রবাদ যদি কেউ কেরিয়ারে দিতে চান, তা হলে তাকে অজুহাত বলে মনে করেন তিনি
সলমন খান এবং আরবাজ খান। অভিনেতা হিসেবে হোক, অথবা জনপ্রিয়তা- সব দিক থেকেই ধারে এবং ভারে আরবাজের থেকে অনেক এগিয়ে সলমন। খান পরিবারের মাথায় রয়েছেন চিত্রনাট্যকার সেলিম খান। তাঁর তিন ছেলে সলমন, সোহেল এবং আরবাজের মধ্যে সবথেকে জনপ্রিয় সলমন। দুই মেয়ে রয়েছেন অর্পিতা এবং আলভিরা। এমন এক পরিবারে বিশেষত সলমন খানের মতো দাদা থাকার কারণে কি লাইমলাইট পেতে সমস্যা হয়েছে আরবাজের? দাদার ছায়ায় ঢাকা পড়ে গিয়েছে ভাইয়ের প্রতিভা? সদ্য এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন তিনি।
আরবাজ বলেন, “সলমনের মতো ভাই থাকার কোনও অসুবিধে আছে বলে তো আমি মনে করি না। বাবা সেলিম খান, ভাই সলমন খান বলে প্রত্যাশা বেশি হবে, সে তো স্বাভাবিক। কিন্তু আমি নিজেই এই পেশা বেছে নিয়েছি। আমার উপর কতটা চাপ থাকবে, সেটা দেখা তো ওদের কাজ নয়। আমার নিজের লড়াই আমি নিজে করেছি। আমি যতটুকু করতে পেরেছি, তাতে আমি খুশি।”
আরবাজ আরও জানান, ছোট গাছ নাকি বড় গাছের কারণে বাঁচতে পারে না, প্রবাদ রয়েছে। এ হেন প্রবাদ যদি কেউ কেরিয়ারে দিতে চান, তা হলে তাকে অজুহাত বলে মনে করেন তিনি। “আমি করতে পারিনি, কারণ আমার ভাই অনেক বড় স্টার, এ হেন অজুহাত কখনও আমি দিইনি। সলমন আমার ভাই না হলে হয়তো বিষয়টা অন্যরকম হত,” বলেন আরবাজ।
উদাহরণ হিসেবে শুধু নিজের কথা নয়, আরবাজ করিনা কাপুর খানের কথাও উল্লেখ করেছেন। তিনি মনে করেন, এক সময় করিশ্মা কাপুর বলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন। তথাকথিত বড় তারকা। এখন করিনা কাপুরও বলি ইন্ডাস্ট্রির প্রথম সারির নাম। করিশ্মার কারণে করিনার সাফল্য পেতে, জনপ্রিয়তা পেতে তো কোনও অসুবিধে হয়নি। ফলে ওই প্রবাদ তিনি মানেন না বলে জানিয়েছেন।
আরও পড়ুন, আর কিছুদিনের মধ্যেই ভাল খবর দেবেন অভিনেত্রী পায়েল দে?