Arjun Rampal: প্রেমিকার কোলে দ্বিতীয় সন্তান, ৫০-এ দ্বিতীয়বার বাবা হলেন অর্জুন রামপাল
Good News: আরও একবার মা হলেন গ্যাব্রিয়েলা। জন্ম দিলেন পুত্র সন্তানের। এই নিয়ে দুই পুত্র সন্তানের অভিভাবক এখন অর্জুন রামপাল। সুখবর শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন অর্জুন রামপাল।
গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের কোলে এল দ্বিতীয় সন্তান। সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেতা অর্জুন রামপাল। ২০১৮ সাল থেকে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্ক অর্জুন রামপালের। সম্পর্কের খবর প্রকাশ্যে আসার কিছুদিন পরই খবর মিলেছিল অন্তঃসত্ত্বা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। তবে বিয়ে নয়, সম্পর্কে থেকেই সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি। যার ফলে প্রেমিকার কোল আলো করে যখন প্রথম সন্তান এসেছিল, তিনি সেই খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন। তারপর চার বছর কেটেগিয়েছে। এক সঙ্গে দিব্যি রয়েছেন এই জুটি। এবার তাঁদের সংসারে এল নতুন সদস্য।
আরও একবার মা হলেন গ্যাব্রিয়েলা। জন্ম দিলেন পুত্র সন্তানের। এই নিয়ে দুই পুত্র সন্তানের অভিভাবক এখন অর্জুন রামপাল। সুখবর শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন অর্জুন রামপাল। লিখলেন, আমার পরিবারে আজ পুত্র সন্তান এল। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। সকলের ভালবাসার জন্য ধন্যবাদ। তাঁদের প্রথম সন্তানের নাম অরিন। দ্বিতীয় সন্তানের নামকরণ এখনও হয়নি। ছবিও শেয়ার করেননি অভিনেতা। তবে প্রথমবার সন্তান জন্ম দিয়ে প্রকাশ্যে এসেছিলেন গ্যাব্রিয়েলা।
প্রসঙ্গত এখন বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা অর্জুন রামপাল। বলিউডে বরাবরই তাঁর চাহিদা তুঙ্গে। তবে ভক্তরা খুব একটা বেশ সময়ের জন্য তাঁকে পর্দায় পায়নি। বেশ কিছুটা বিরতি নিয়েই কাজ করতে পছন্দ করেন অর্জুন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের ছবি ধকড়ে। বর্তমানে তিনি পেন্টহাউজ-এর কাজ নিয়ে ব্যস্ত। বেশ কিছু ওটিটি সিরিজের বিষয়ও কথা চলছে তাঁর সঙ্গে। সব মিলিয়ে এখন বেশ ব্যস্ত অর্জুন। তবে এখন পরিবারকে কিছুটা সময় দেওয়ার পালা।
My family and I were blessed with a beautiful baby boy today, Mother and son are both well. Filled with love and gratitude. ❤️ Thank you for all your love. #20.07.2023 #helloworld pic.twitter.com/i4aEZqwLrf
— arjun rampal (@rampalarjun) July 20, 2023