স্নেহা সেনগুপ্ত
‘মাফিয়া কুইনস অফ মুম্বই’। এই বইটিতে রয়েছে একাধিক নারীর উল্লেখ। একেকটি চ্যাপ্টার লেখা হয়েছে একেকজন নারীকে নিয়ে। মুম্বইয়ের মাফিয়া-রাজের সঙ্গে যুক্ত সাহসী ও মহীয়সীদের সেই তালিকায় রয়েছেন কামাঠিপুরার যৌনপল্লীর গাঙ্গুবাইও। বইটির লেখক হুসেন জ়াইদি (Hussain Zaidi)। তাঁর লেখনীর উপর ভিত্তি করেই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) তৈরি করেছেন সঞ্জল লীলা ভনসালী (Sanjay Leela Bhansali)। মুখ্য ভূমিকায় আলিয়া ভাট। ছবিটি ১০০ কোটির ব্যবসাও করেছে। সম্প্রতি কলকাতায় এসেছিলেন হুসেন জ়াইদি। দক্ষিণ কলকাতার একটি মলের জনপ্রিয় বইয়ের দোকানে বসে নিজেরই একটি বই ‘জ়িরো ডে’-র পাতায় অটোগ্রাফ দিচ্ছিলেন হুসেন। তাঁকে পেয়ে গেল TV9 বাংলা। খোশমেজাজি হুসেন একান্ত কথা বললেন TV9 বাংলার সঙ্গে। হুসেন বলেছেন, ছবির সাফল্য নিয়ে তাঁর সংশয় ছিল…
‘গাঙ্গুবাই’-এর গল্পটি যখন সিনেমার পর্দায় দেখানো হয়, হুসেনের আন্দাজই ছিল না একটা সময় সেটা নিয়ে এত বড় ছবি তৈরি হবে। TV9 বাংলাকে তিনি একান্ত সাক্ষাৎকারে বলেছেন, “সঞ্জয় লীলা ভনসালী ছবিটি তৈরি করলেন। লোকের মনে হল সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এর গল্প। কিন্তু আমার সন্দেহ ছিল…”
হুসেন বলেছেন, “আসলে সঞ্জয় যখন ছবিটি তৈরি করছিলেন, আমার মনে সন্দেহ ছিল। মনে প্রশ্ন জেগেছিল, ভাল হবে তো ছবিটা? আমি দেখেছি, বই থেকে ছবি তৈরি হলে, সেই গল্প অনেকটাই পাল্টে যায়। বার বার মনে হয়েছিল, গাঙ্গুবাইতে সঞ্জয় কতখানি আমার লেখনী রাখবেন! কিন্তু ছবি দেখার পর আমার চোখে জল এসে গিয়েছিল। গাঙ্গুবাইকে সঞ্জয় প্রতারিত নারী হিসেবে দেখাননি, তাঁকে দেখিয়েছেন বিজতা হিসেবেই।”
পেশায় ক্রাইম সাংবাদিক হুসেন জ়াইদি মুম্বইয়ের মাফিয়াদের নিয়ে একাধিক বই লিখেছেন। ব্যক্তিগতভাবেও চেনেন দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, অরুণ গাউলিদের মতো মাফিয়া কিংদের। তাঁদের নিয়েই লিখেছিলেন ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘ডোগ্রি টু দুবাই’-এর মতো একাধিক বই। সেগুলি নিয়ে ছবিও তৈরি হয়েছে একাধিক। হুসেনের কাছে বই ছোট মাধ্যম এবং ছবি বড় ক্যানভাস। তাই যখন ছোট গল্প বড় পর্দায় আসে, গল্পটা আরও বড় আকার ধারণ করে। TV9 বাংলাকে হুসেন বলেছেন, “আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, যে আমার বইগুলো নিয়ে ছবি তৈরি হচ্ছে।”
হুসেন জ়াইদি আরও কী কী বলেছেন, জানতে দেখুন TV9 বাংলার সঙ্গে তাঁর সম্পূর্ণ সাক্ষাৎকার:
স্নেহা সেনগুপ্ত
‘মাফিয়া কুইনস অফ মুম্বই’। এই বইটিতে রয়েছে একাধিক নারীর উল্লেখ। একেকটি চ্যাপ্টার লেখা হয়েছে একেকজন নারীকে নিয়ে। মুম্বইয়ের মাফিয়া-রাজের সঙ্গে যুক্ত সাহসী ও মহীয়সীদের সেই তালিকায় রয়েছেন কামাঠিপুরার যৌনপল্লীর গাঙ্গুবাইও। বইটির লেখক হুসেন জ়াইদি (Hussain Zaidi)। তাঁর লেখনীর উপর ভিত্তি করেই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) তৈরি করেছেন সঞ্জল লীলা ভনসালী (Sanjay Leela Bhansali)। মুখ্য ভূমিকায় আলিয়া ভাট। ছবিটি ১০০ কোটির ব্যবসাও করেছে। সম্প্রতি কলকাতায় এসেছিলেন হুসেন জ়াইদি। দক্ষিণ কলকাতার একটি মলের জনপ্রিয় বইয়ের দোকানে বসে নিজেরই একটি বই ‘জ়িরো ডে’-র পাতায় অটোগ্রাফ দিচ্ছিলেন হুসেন। তাঁকে পেয়ে গেল TV9 বাংলা। খোশমেজাজি হুসেন একান্ত কথা বললেন TV9 বাংলার সঙ্গে। হুসেন বলেছেন, ছবির সাফল্য নিয়ে তাঁর সংশয় ছিল…
‘গাঙ্গুবাই’-এর গল্পটি যখন সিনেমার পর্দায় দেখানো হয়, হুসেনের আন্দাজই ছিল না একটা সময় সেটা নিয়ে এত বড় ছবি তৈরি হবে। TV9 বাংলাকে তিনি একান্ত সাক্ষাৎকারে বলেছেন, “সঞ্জয় লীলা ভনসালী ছবিটি তৈরি করলেন। লোকের মনে হল সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এর গল্প। কিন্তু আমার সন্দেহ ছিল…”
হুসেন বলেছেন, “আসলে সঞ্জয় যখন ছবিটি তৈরি করছিলেন, আমার মনে সন্দেহ ছিল। মনে প্রশ্ন জেগেছিল, ভাল হবে তো ছবিটা? আমি দেখেছি, বই থেকে ছবি তৈরি হলে, সেই গল্প অনেকটাই পাল্টে যায়। বার বার মনে হয়েছিল, গাঙ্গুবাইতে সঞ্জয় কতখানি আমার লেখনী রাখবেন! কিন্তু ছবি দেখার পর আমার চোখে জল এসে গিয়েছিল। গাঙ্গুবাইকে সঞ্জয় প্রতারিত নারী হিসেবে দেখাননি, তাঁকে দেখিয়েছেন বিজতা হিসেবেই।”
পেশায় ক্রাইম সাংবাদিক হুসেন জ়াইদি মুম্বইয়ের মাফিয়াদের নিয়ে একাধিক বই লিখেছেন। ব্যক্তিগতভাবেও চেনেন দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, অরুণ গাউলিদের মতো মাফিয়া কিংদের। তাঁদের নিয়েই লিখেছিলেন ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘ডোগ্রি টু দুবাই’-এর মতো একাধিক বই। সেগুলি নিয়ে ছবিও তৈরি হয়েছে একাধিক। হুসেনের কাছে বই ছোট মাধ্যম এবং ছবি বড় ক্যানভাস। তাই যখন ছোট গল্প বড় পর্দায় আসে, গল্পটা আরও বড় আকার ধারণ করে। TV9 বাংলাকে হুসেন বলেছেন, “আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, যে আমার বইগুলো নিয়ে ছবি তৈরি হচ্ছে।”
হুসেন জ়াইদি আরও কী কী বলেছেন, জানতে দেখুন TV9 বাংলার সঙ্গে তাঁর সম্পূর্ণ সাক্ষাৎকার: