Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আয়ুষ্মান, জ্যাকির অর্থ সাহায্য, হাসপাতালের বিল মিটিয়ে বাড়ি ফিরলেন সবিতা

Savita Bajaj: আয়ুষ্মান ছাড়াও অর্থ সাহায্য করেছেন জ্যাকি শ্রফ। সোনু সুদ পাঠিয়েছেন অক্সিজেন কনসেনট্রেটর। বা

আয়ুষ্মান, জ্যাকির অর্থ সাহায্য, হাসপাতালের বিল মিটিয়ে বাড়ি ফিরলেন সবিতা
সবিতা বাজাজ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2021 | 12:06 PM

দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সবিতা বাজাজের আর্থিক দুরবস্থার খবর। তারপর থেকে ধীরে ধীরে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এ বার সেই তালিকায় যোগ হল আয়ুষ্মান খুরানা এবং জ্যাকি শ্রফের নাম।

সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্ অ্যাসোসিয়েশনের সদস্য নূপুর অলঙ্কার এই মুহূর্তে সবিতার দেখভাল করছেন। তিনি এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “অভিনেত্রী রাজেশ্বরী সচদেব ইনস্টাগ্রামে সবিতাজির বিষয়ে পোস্ট করেছিলেন। সেটা দেখে আয়ুষ্মান খুরানা ফোন করেছিলেন। অনেক টাকা দিয়ে সাহায্য করেছেন তিনি। সেটা আমাদের জন্য স্বস্তির খবর। ওই টাকা পাওয়ার পর আমরা সবিতাজিকে হাসপাতালের বিল মিটিয়ে বাড়ি নিয়ে যেতে পেরেছি।”

আয়ুষ্মান ছাড়াও অর্থ সাহায্য করেছেন জ্যাকি শ্রফ। সোনু সুদ পাঠিয়েছেন অক্সিজেন কনসেনট্রেটর। বাড়ি ফেরার পর কিছুটা সুস্থ সবিতা বলেন, “আমি জীবনে এত মানুষের সঙ্গে কাজ করেছি, কিন্তু বিপদের দিনে নূপুর ছাড়া কাউকে পাশে পাইনি। এখন অনেকে এগিয়ে এসেছেন। জীবনে পরিকল্পনা করে কোনও কিছু করিনি। ব্যাঙ্ক ব্যালান্স নিয়েও পরিকল্পনা করিনি। আমার মনে আছে, রেকর্ডিং স্টুডিও থেকে বেরতাম, আমার বন্ধুরা দাঁড়িয়ে থাকত সাহায্যের জন্য। সকলকে দেওয়ার পর আমার হাতে আর পাঁচ টাকা থাকত। এখনও অনেক অফার পাচ্ছি। দেখা যাক। আমি কাজে বিশ্বাস করি।”

‘নিশান্ত’, ‘নজরানা’, ‘বেটা হো তো অ্যায়সা’র মতো ছবি করেছেন সবিতা বাজাজ। এক সময় বলিউডে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। প্রায় ৫০টির বেশি ছবি রয়েছে কেরিয়ারে। ২০১৬-এ আর্থিক সমস্যায় সবিতাকে সাহায্য করেছিল রাইটার্স অ্যাসোসিয়েশন। সে সময় তাঁকে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়। আর্থিক অনটনে একে একে গাড়ি, গয়না বেচে দিতে বাধ্য হন বলে জানিয়েছেন সবিতা। লকডাউনে তাঁর অবস্থা আরও খারাপ হয়েছে। আপাতত কিছুটা সুরাহা হয়েছে। কিন্তু সুস্থ ভাবে সবিতার জীবন ধারণের জন্য আরও অর্থ সাহায্যের প্রয়োজন বলে মনে করছেন নূপুর।

আরও পড়ুন, ‘প্রতিটি দিন ঈশ্বরের আশীর্বাদ’, সন্তানের ছবি শেয়ার করে লিখলেন শ্রাবন্তী