AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সলমনের সঙ্গে শুটিং শেষ হতেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী, কী হল এরপর…

Bollywood Inside:

সলমনের সঙ্গে শুটিং শেষ হতেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী, কী হল এরপর...
| Updated on: Dec 22, 2023 | 9:44 PM
Share

সলমন খান কেরিয়ারের শুরু থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি রাতারাতি। না সেলিম পুত্র বলে নয়, প্রথম ছবি ম্যায়নে পেয়ার কিয়া দর্শকমহলে ছিল সুপারহিট। আশির দশকের শেষে বলিউড পেয়েছিল নয়া সুপারস্টারকে। প্রথম ছবিতে ভাগ্য শ্রীর বিপরীতে অভিনয় করতে দেখা যায় সলমন খানকে। সকলেই এই জুটিকে গ্রহণ করেছিলেন। তাঁদের ছবির গান থেকে শুরু করে গল্প, অভিনয়, যাকে বলে ১০০-তে ১০০। সেই ছবিতে ভাগশ্রীর সঙ্গে সলমন খানের সমীকরণ যেমন বেশ পোক্ত হয়ে গিয়েছিল, ঠিক তেমনই আবার ভাগ্যশ্রীর জন্যই কোণঠাঁসা হতে হয় সলমন খানকে। প্রথম ছবির নায়িকা যখন ছবি ছেড়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন বেজায় সমস্যা তৈরি হয়। কারণ একশ্রেণি মনে করেছিলেন ছবিতে সলমন খানের থেকেও বেশি অভিনয় খাতে এগিয়ে ছিলেন ভাগ্যশ্রী। ফলে সলমন খানের কাছে ছবির প্রস্তাব আসা রাতারাতি কমে যায়।

তবে সে তো ছবি মুক্তির পরের প্রসঙ্গ। তবে ছবি মুক্তির আগেই ভাগ্যশ্রীকে নিয়ে বেজায় সমস্যার পড়তে হয় সলমন খানকে। ভাগশ্রী ছবির শুটিং শেষ করা মাত্রই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনও ছবি মুক্তি পায়নি। তার আগেই অন্তঃসত্ত্বা ভাগশ্রী। ঠিক তখনই ছবির পোস্টার শুট করার সিদ্ধান্ত নেওয়া হয়। যখন সেটে ভাগ্যশ্রী আসেন, তখন সলমন খান লক্ষ্য করেছিলেন যে তিনি বেশ ওজন বাড়িয়েছিলেন। যা দেখে সলমন খান বলেও ছিলেন যে — তুমি বেশ মোটা হয়ে গিয়েছ। ছবির লুকের থেকে বেশ কিছুটা আলাদা দেখতে লাগে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ্যশ্রী তাঁর প্রথম ছবি নিয়ে এমনই এক গল্প সকলের সঙ্গে শেয়ার করে নেন।