Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gossip: অঙ্কিতার ভয়ে ‘ঘর’ ছেড়ে পালাতে চান প্রিয়াঙ্কার বোন! তিক্ততা পৌঁছল চরমে

Big Boss: এই মাত্র কয়েক দিনের আলাপ তাঁদের। তবে এর মধ্যেই অঙ্কিতা লোখন্ডে ও প্রিয়াঙ্কা চোপড়ার বোন মান্নারা চোপড়ার মধ্যেকার তিক্ততা পৌঁছেছে চরমে। এতটাই বাড়াবাড়ি হয়েছে যে অঙ্কিতার কারণে 'ঘর' ছেড়ে দিতে চাইছেন মান্নারা। ঠিক কী ঘটেছে? কী নিয়েই বা ঝামেলা? 'ঘর' অর্থাৎ বিগবসের বাড়ি--এই সিজনে সেখানেই স্বামী সহ অংশ নিয়েছেন অঙ্কিতা লোখন্ডে।

Gossip: অঙ্কিতার ভয়ে 'ঘর' ছেড়ে পালাতে চান প্রিয়াঙ্কার বোন! তিক্ততা পৌঁছল চরমে
তিক্ততা যখন চরমে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 6:15 PM

এই মাত্র কয়েক দিনের আলাপ তাঁদের। তবে এর মধ্যেই অঙ্কিতা লোখন্ডে ও প্রিয়াঙ্কা চোপড়ার বোন মান্নারা চোপড়ার মধ্যেকার তিক্ততা পৌঁছেছে চরমে। এতটাই বাড়াবাড়ি হয়েছে যে অঙ্কিতার কারণে ‘ঘর’ ছেড়ে দিতে চাইছেন মান্নারা। ঠিক কী ঘটেছে? কী নিয়েই বা ঝামেলা? ‘ঘর’ অর্থাৎ বিগবসের বাড়ি–এই সিজনে সেখানেই স্বামী সহ অংশ নিয়েছেন অঙ্কিতা লোখন্ডে। অংশ নিয়েছেন মান্নারা চোপড়াও। এই সিজনের প্রথম থেকেই অঙ্কিতা ও মান্নারার মধ্যে বেশ ঝামেলা দেখা গিয়েছে। শো’র অন্যতম প্রতিযোগী ঈশা মালাব্যর সঙ্গে বেজায় সখ্য রয়েছে অঙ্কিতার। ওদিকে আবার ঈশার সঙ্গে একেবারেই সম্পর্ক ভাল নয় মান্নারার। সে কারণেই মূলত ঝামেলার সূত্রপাত। রান্না করা নিয়ে মান্নারা ও অঙ্কিতার ঝামেলা লাগে।

সেখানে প্রিয়াঙ্কার বোনকে উদ্দেশ্য করে অঙ্কিতাকে বলতে শোনা যায়, “আমি সবাই বলছি, ও বাচ্চা। কিছুই বোধ নেই। প্লিজ ওকে বোঝাও।” অঙ্কিতার এই মন্তব্য মোটেও ভালভাবে নেননি মান্নারা। পাল্টা গর্জে ওঠেন তিনিও। অঙ্কিতার বয়স নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাঁকেও। তিনি বলেন, “তোমার বয়স অনেক বেশি হতে পারে। কিন্তু আমি মোটেও বাচ্চা নই। আমরা কেউই বাচ্চা নই। তোমার চেয়ে বেশি ছবিতে অভিনয় করেছি আমি।” শুধু তাই নয়, ‘চালাক বিচ’ বলে গালিগালাজও করতে শোনা যায় মান্নারাকে। তাঁকে থামাতে আসেন অন্য এক প্রতিযোগী ফিরোজা খান ওরফে খানজাদি। তাঁর সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন মান্নারা। এর পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। চলতে থাকেন, বাড়ি ফিরে যেতে চান তিনি। অঙ্কিতার সঙ্গে কথাও বলতে যান। যদিও অঙ্কিতা তাঁকে ফিরিয়ে দেন।

View this post on Instagram

A post shared by Mannara❤️ (@memannara)

পাল্টা মান্নারাও বলে ওঠেন, “তোমার সঙ্গে আমিও কথা বলতে চাই না। তুমি অন্যের উপর নিজের মতামত চাপিয়ে দাও। ভীষণ ধূর্ত তুমি। আর বাড়ির কোনও কাজকর্মও তুমি করতে পার না।” মাত্র কয়েক দিন শুরু হয়েই যে পরিমাণ ঝামেলা শুরু হয়েছে বিগবসের বাড়িতে তা দেখে রীতিমতো আতঙ্কে সকলে। যদিও নির্মাতারা খুশি। হবেন নাই বা কেন? বিগবসের বাড়ি যে আদপে গসিপের আধার। যত বেশি গসিপ, তত বেশি টিআরপি– এ কথা কে না জানেন?