একই ছবিতে অভিনয়, অথচ স্ক্রিন শেয়ার করেননি বলিউডের কোন কোন জুটি?

স্বরলিপি ভট্টাচার্য |

May 31, 2021 | 5:50 PM

বলিউডের দম্পতি, অথবা যাঁরা এখনও বিয়ে করেননি অথচ প্রেম করছেন, এমন কয়েকটি জুটি একই ছবিতে একসঙ্গে কাজ করলেও, অনেক সময় স্ক্রিন শেয়ার করেননি। তালিকায় কারা রয়েছেন?

1 / 5
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'পদ্মাবৎ'-এ অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। রানি পদ্মাবতীর ভূমিকায় দীপিকা এবং আলাউদ্দিন খিলজির ভূমিকায় রণবীর। কিন্তু এই ছবিতে স্ক্রিন শেয়ার করেননি দম্পতি।

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'পদ্মাবৎ'-এ অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। রানি পদ্মাবতীর ভূমিকায় দীপিকা এবং আলাউদ্দিন খিলজির ভূমিকায় রণবীর। কিন্তু এই ছবিতে স্ক্রিন শেয়ার করেননি দম্পতি।

2 / 5
১৯৭১-এ 'গুড্ডি' ছবিতে অভিনয় করেই বলিউড ডেবিউ করেছিলেন জয়া বচ্চন। সে ছবিতে অমিতাভ বচ্চন নিজের ভূমিকাতেই ছিলেন। কিন্তু ফ্রেম শেয়ার করেননি অমিতাভ-জয়া।

১৯৭১-এ 'গুড্ডি' ছবিতে অভিনয় করেই বলিউড ডেবিউ করেছিলেন জয়া বচ্চন। সে ছবিতে অমিতাভ বচ্চন নিজের ভূমিকাতেই ছিলেন। কিন্তু ফ্রেম শেয়ার করেননি অমিতাভ-জয়া।

3 / 5
'বীর জারা' ছবিতে প্রীতি জিন্টার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন কিরণ খের। ওই একই ছবিতে এক আইনজীবির চরিত্রে অভিনয় করেন অনুপম খের। চিত্রনাট্য অনুযায়ী দুই চরিত্রের সময়ের মধ্যে ২২ বছরের পার্থক্য ছিল।

'বীর জারা' ছবিতে প্রীতি জিন্টার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন কিরণ খের। ওই একই ছবিতে এক আইনজীবির চরিত্রে অভিনয় করেন অনুপম খের। চিত্রনাট্য অনুযায়ী দুই চরিত্রের সময়ের মধ্যে ২২ বছরের পার্থক্য ছিল।

4 / 5
'গো গোয়া গন' ছবিতে কুণাল খেমুর চরিত্রটি একটি মেয়ের গল্প বলে। যাকে ছেলেটি ভালবাসত। সেই মেয়েটি ছিলেন সোহা। যদিও স্ক্রিন স্পেস শেয়ার করেননি তাঁরা।

'গো গোয়া গন' ছবিতে কুণাল খেমুর চরিত্রটি একটি মেয়ের গল্প বলে। যাকে ছেলেটি ভালবাসত। সেই মেয়েটি ছিলেন সোহা। যদিও স্ক্রিন স্পেস শেয়ার করেননি তাঁরা।

5 / 5
রণবীর-আলিয়া।

রণবীর-আলিয়া।

Next Photo Gallery