AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brahmastra Box Office: তিন দিনেই ১০০ কোটি পার ‘ব্রহ্মাস্ত্র’র, সারা বিশ্বে আয় শুনলে চমকে যাবেন!

Brahmastra Box Office: এই ছবির মাধ্যমে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন রণবীর কাপুর। তাঁর কেরিয়ারে এ যাবৎ 'সঞ্জু' ছবিই ছিল প্রথম দিনে সবচেয়ে বেশি বিক্রি টিকিট হওয়া ছবি।

Brahmastra Box Office: তিন দিনেই ১০০ কোটি পার 'ব্রহ্মাস্ত্র'র, সারা বিশ্বে আয় শুনলে চমকে যাবেন!
অন্যদিকে রণবীর লিব্রান, ফলে তাঁর ক্ষেত্রেও সংখ্যা ৬ বেশ গুরুত্বপূর্ণ। সব দিক থেকে এটি এক দারুণ বিষয় ঘটল বলেই সঞ্জয় জুমানির মত। সন্তানের ভাগ্য সংখ্যা ৫, যা বুদ্ধির পরিচায় দেয়।
| Edited By: | Updated on: Sep 12, 2022 | 1:37 PM
Share

ভয় পেয়েছিলেন অয়ন মুখোপাধ্যায়। বয়কট ট্রেন্ডের মধ্যে ছবি আদপে হিট হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন করণ জোহরের কাছে। তবে ‘ব্রহ্মাস্ত্র’ থেকে দর্শক যে মুখ ফেরায়নি তা বলে দিচ্ছে বক্সঅফিসের অঙ্ক। সুপারহিট ঘোষিত হতে আর বেশি দিন বাকি নেই। তিন দিনেই এই ছবির মোট আয় রীতিমতো চমকে দিতে চলেছে আপনাকে। আর সারা বিশ্ব? তাও আকাশছোঁয়া।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ছবিটি দেখে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছিলেন। বলেছিলেন, এ ছবি হতাশাব্যঞ্জক। কিন্তু তরণও ছবিটির বক্স অফিসে সাফল্যের কথা মেনে নিয়ে এ দিন টুইটে জানিয়েছেন, রবিবার রেকর্ড বিক্রি হয়েছে এই ছবির। এ দেশেই প্রায় ৪০ কোটির মতো রবিবার ব্যবসা করেছে ছবিটি। ওই টুইট অনুযায়ী, মুক্তির দিন ওই ছবি ব্যবসা করেছিল ৩১ কোটি ৫ লক্ষ টাকার। আর দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ওই ছবির আয় ছিল ৩৯ কোটি ৫ লক্ষ টাকা। অন্যদিকে বক্স অফিস ইন্ডিয়ার একটি রিপোর্ট জানাচ্ছে রবিবার শুধু হিন্দি ভার্সন থেকেই এই ছবির ৪২ লক্ষ টাকার বিক্রি হয়েছে। আর তামিল, তেলুগুসহ অন্যান্য ডাবিং ভার্সন থেকেও খারাপ আয় হয়নি বলেই জানা যাচ্ছে। আর এর ফলেই ঘটে গিয়েছে চমকপ্রদ ঘটনা। ৪০০ কোটির বাজেটে নির্মিত এই ছবির তিন দিনেই আয় ছাড়িয়েছে ১০০ কোটি টাকা। সারা বিশ্বের নিরিখে আয় হয়েছে ২০০ কোটি টাকা।

এই ছবির মাধ্যমে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন রণবীর কাপুর। তাঁর কেরিয়ারে এ যাবৎ ‘সঞ্জু’ ছবিই ছিল প্রথম দিনে সবচেয়ে বেশি বিক্রি টিকিট হওয়া ছবি। কিন্তু অয়নের এই ছবি ভেঙে ফেলেছে সেই রেকর্ড। যেখানে সঞ্জুর উপার্জন ছিল প্রথম দিনে ৩৪ কোটি ৭৫ লক্ষ টাকা সেখানে প্রথম দিনে এই ছবি সারা ভারতে আয় করেছে ৪০কোটির কাছাকাছি। ছবিটি নিয়ে সমালোচকদের তরফে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যেমন নেটিজেনরা ভিএফএক্সের প্রশংসায় পঞ্চমুখ। ঠিক তেমনই অনেকেরই মতে এ ছবির চিত্রনাট্য খুবই দুর্বল। তবে সে যাই হোক না কেন, বক্স অফিসে রীতিমতো ছাপ ফেলছে এই ছবি। ব্লকবাস্টার আখ্যা পেতে এখন শুধু সময়ের অপেক্ষা।