Deepika Padukone: বিবাহবার্ষিকীতে দীপিকার একটি কাজ উস্কে দিল বিচ্ছেদের গুঞ্জন, আসল সত্য কী?
Deepika Padukone: দীপিকা ও রণবীরের ভালবাসার বিয়ে। আর ভালবাসার কাহিনীও যেন খানিক স্বপ্নের মতোই।
চার বছর আগে ১৪ নভেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাঁদের প্রেম নিয়ে চারিদিকে চর্চা। কিন্তু বর্তমানে তাঁরা চর্চায় বিচ্ছেদের গুঞ্জনের কারণে। আর বিবাহবার্ষিকীর দিনেই সেই চর্চা যেন আরও গাঢ় হয়েছে। কারণ কী? এই বিবাহবার্ষিকীতে রণবীরের জন্য একটি পোস্টও করেননি দীপিকা। বরং জানা গিয়েছে, ওই দিনেও কাজই করেছেন তিনি। সময় কাটিয়েছেন সহকর্মীদের সঙ্গে। তাহলে কি বিচ্ছেদই ভবিতব্য? ‘ভুল’ ভেঙেছেন রণবীর সিং। স্ত্রী ব্যস্ত তো কী হয়েছে? দীপিকার কাজের জায়গাতেই পৌঁছে গিয়েছেন তিনি। সঙ্গে ফুল ও চকোলেট।
কিন্তু দীপিকা কেন পোস্ট করলেন না, নেপথ্যে রয়েছে এক কারণ, যা শেয়ার করেছেন তাঁর ঘনিষ্ঠরাই। জানা যাচ্ছে, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ডিটক্স করছেন দীপিকা। সেটা কী জিনিস? অর্থাৎ নিজেকে যথাসম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখাই উদ্দেশ্য তাঁর। আর সেই কারণেই রণবীরকে নিয়ে কোনও পোস্ট করেননি তিনি। বিচ্ছেদের জল্পনা তাই নেহাতই ভুয়ো। তাঁরা রয়েছেন ভালবাসাতেই।
দীপিকা ও রণবীরের ভালবাসার বিয়ে। আর ভালবাসার কাহিনীও যেন খানিক স্বপ্নের মতোই। রণবীর যখন শো-বিজে আসেনওনি তার বহু আগে থেকেই শো-বিজে রাজত্ব করছিলেন দীপিকা। একের পর এক হিট ছবি। একটা সময় মানসিক ভাবে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন দীপিকা। ছবি হিট হলেও ব্যক্তিগত জীবন হয়েছিল উথালপাথাল। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ ও নানা কারণে তিনি ডুবে গিয়েছিলেন হতাশায়। সে সময় তাঁকে ভালবাসায় মুড়ে দিয়েছিলেন তাঁকে। ২০১৮তে বিয়ে করেন তাঁরা। প্রেম এখনও অটুট।