Deepika Padukone: বলিউডে পা রেখে কীসের ভয় ছিলেন দীপিকা, আজ সে বিপদ আর নেই?
Deepika Padukone: দীপিকার কথায়, আজ থেকে ১৫-১৭ বছর আগেও স্বজনপোষণ ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে যাঁরা বহিরাগত তাঁদের জন্য এই চ্যালেঞ্জটা থেকেই যাবে। দীপিকা পাড়ুকোন সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন, তাঁর কথায়, বহিরাগতদের জন্য ভাল ছবি বা চরিত্রে অভিনয় করে, নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয়।
বলিউড, শত শত মানুষের স্বপ্নের জায়গা। যেখানে খুব সহজেই নিজের কেরিয়ার তৈরির কথা ভেবে থাকেন অনেকেই। কিন্তু সেখানে পা রাখা মাত্রই পাল্টে যেতে শুরু করে সকল সহজ সমীকরণ। এবার বলিউডের অন্যতম দাপুটে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই প্রসঙ্গে মুখ খুললেন। জানালেন তাঁর কেরিয়ার শুরু কথা। মডেলিং থেকে যাত্রা শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। একের পর এক সুযোগ এসেছিল বিদেশ থেকে। তবে কোনও প্রস্তাবেই তিনি সেভাবে রাজি হননি। তাঁর কথায়, অনেক বিশিষ্ট ব্যক্তিরা আমায় জানিয়েছিলেন ভারত নয়, তুমি লন্ডনে চলে এসে। কিন্তু আমি যাইনি, কারণ লন্ডন আমার ঘর নয়, ভারত আমার ঘর। তবে কেরিয়ার শুরুর সময় সকলকে যেভাবে স্ট্রাগেল করতে হয়, তিনিও ঠিক তাই করেছিলেন।
দীপিকার কথায়, আজ থেকে ১৫-১৭ বছর আগেও স্বজনপোষণ ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে যাঁরা বহিরাগত তাঁদের জন্য এই চ্যালেঞ্জটা থেকেই যাবে। দীপিকা পাড়ুকোন সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন, তাঁর কথায়, বহিরাগতদের জন্য ভাল ছবি বা চরিত্রে অভিনয় করে, নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয়। নয়তো ছিটকে যেতে হয়। তিনিও সেই চেষ্টাই করেছিলেন। তাঁর কথায় যাঁরাই কোন পরিচিত পরিবার ছাড়া প্রথম আসবেন বলিউডে, তাঁদের প্রত্যেককেই এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যদিও দীপিকা পাড়ুকোন প্রথম বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খানের বিপরীতে। প্রথম থেকেই তিনি বলিউডে বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছেন। বর্তমানে একের পর এক বক্স অফিস হিট ছবি তাঁর ঝুলিতে। একদিনে শাহরুখ খানের সঙ্গে পরপর দুই ছবিতে সমীকরণ, তারপর হৃত্বিক রোশনের ফাইটার ছবিতে জায়গা করে নিয়েছেন তিনি, আবার প্রভাসের বিপরীতেও করেছেন কাজ।