AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আতঙ্কে মুম্বই ছেড়েছেন ধর্মেন্দ্র, দেখুন কোথায় রয়েছেন অভিনেতা

লোনাভেলার বাংলো পছন্দের গাছে সাজিয়েছেন ধর্মেন্দ্র। অবসরে প্রায়ই সেখানে গিয়ে থাকতেন। আর এখন তো শুটিং বন্ধ।

করোনা আতঙ্কে মুম্বই ছেড়েছেন ধর্মেন্দ্র, দেখুন কোথায় রয়েছেন অভিনেতা
ধর্মেন্দ্র।
| Updated on: Jun 02, 2021 | 9:01 PM
Share

করোনা আতঙ্কে মুম্বই ছেড়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। মুম্বই থেকে কিছুটা দূরে লোনাভেলার ফার্ম হাউজই অভিনেতার লকডাউনের ঠিকানা। সেই বাড়ির বিভিন্ন ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অভিনেতা। কখনও বোগেনভেলিয়ার বাহার, কখনও বা ধর্মেন্দ্রর কথায় উঠে আসে সকাল সকাল আমন্ড অয়েল মাসাজের কথা।

লোনাভেলার বাংলো পছন্দের গাছে সাজিয়েছেন ধর্মেন্দ্র। অবসরে প্রায়ই সেখানে গিয়ে থাকতেন। আর এখন তো শুটিং বন্ধ। মুম্বইতে সংক্রমণও অনেক বেশি। ফলে ৮৫ বছরের অভিনেতা বাণিজ্য নগরীতে থাকার ঝুঁকি নেননি।

লোনাভেলার বাংলোর বারান্দায় কখনও ময়ূর আসে। কখনও বা বাগানে হাঁস ঘুরে বেড়ায়। প্রকৃতির মাঝে থেকে মন ভাল থাকে বলে জানিয়েছেন অভিনেতা। সে কারণেই তাঁর এই নিভৃতবাস পছন্দের।

ধর্মেন্দ্র এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের চার সন্তান। সানি এবং ববি দেওলের সঙ্গে সাধারণ দর্শক পরিচিত। এ ছাড়া আছেন দুই কন্যা বিজয়েতা এবং অজিতা। ১৯৭৯-এ হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তাঁদের দুই সন্তান এষা এবং অহনা দেওল। ধর্মেন্দ্র পরের ছবি ‘আপনে টু’। সেখানে সানি, ববি ছাড়াও থাকছেন সানির ছেলে করণ দেওলও।

আরও পড়ুন, ‘অন্য দিকে তোমার সঙ্গে দেখা হবে’, বাবার মৃত্যুতে হনসলের শ্রদ্ধার্ঘ্য