Saira Banu: দিলীপ কুমার নেই, নিজের বিশেষ দিনে সায়রা বানুর স্মৃতিচারণ
Saira Banu: দিলীপ কুমারের মৃত্যু চলচ্চিত্র জগতের মধ্যে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। তিনি মুম্বইয়ের একটি হাসপাতালে মারা যান।
প্রবীণ অভিনেত্রী সায়রা বানু (Saira Banu) আজ আর নিজের জন্মদিনে আনন্দ অনুভর করেন না। কারণ তাঁর প্রিয়তম স্বামী দিলীপ সাব নেই। ২৩ অগস্ট তাঁর জন্মদিন গিয়েছে। কিন্তু তিনি নিজেকে সেই দিন রেখেছেন গুটিয়ে। একবছর আগে ৯৮ বছর বয়সে মারা যান দিলীপ কুমার (Dilip Kumar) । সেই থেকে প্রায় নিজের মধ্যে গুটিয়ে রেখেছেন সায়রা। তবে সাংবাদিক হাত থেকে রেহাই পান না। সকলেই তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলতে চান। তেমন এক কথোপকথনে তিনি জানিয়েছেন, কীভাবে দিলীপ সাব তাঁর জন্মদিনকে স্পেশ্যাল করতেন নানাভাবে। আজ তিনি সেইসব স্মৃতি আঁকড়ে রয়েছেন। তাঁর প্রিয়তম দিনে ফুলের তোড়া থেকে পোশাক, খাবার সব কিছু মনে করে করতেন দিলীপ কুমার।
সায়রা শেয়ার করেছেন, দিলীপ তাঁকে ‘সব দিক থেকে দারুণ খুশি’ রাখতেন। তিনি আরও যোগ করেছেন যে কুমার তাঁদের ভাগ্নির সাহায্যে তাঁর প্রিয় দোকান থেকে পোশাক কেনার বিষয়টিও নিশ্চিত করে রাখতেন। এর পাশাপাশি প্রবীণ তারকা দিনটিকে আরও বিশেষ করে তুলতে সায়রার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে একটি খাবার-দাওয়ারের ব্যবস্থা করতেন। আবার কোনও কোনওবার তাঁরা সিনেমা ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীদেরও আমন্ত্রণ জানাতেন।
খাবারে কথা বলতে গিয়ে সায়রার মনে পড়ে যায় দিলীপ সাব তাঁর জন্মদিনে কিছু স্পেশ্যাল খাবার রান্না সব সময় রাখতেন মেনুতে। সেই সব ভোজের অনুষ্ঠানে মেনুতে যা থাকবেই তা হল, বিরিয়ানি, কোর্মা, পোলাও, কাবাব এবং কিছু মিষ্টি। সেই পার্টি চলত বিকেল পর্যন্ত কারণ তাঁরা শুধু খাওয়ার জন্য সবাই একত্রিত হতেন না, চলত নানা রকম খেলাও। যার মধ্যে ডামসেরাড এবং অন্তাক্ষরি থাকতই।
দিলীপ কুমারের মৃত্যু চলচ্চিত্র জগতের মধ্যে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। তিনি মুম্বইয়ের একটি হাসপাতালে মারা যান। শ্বাসকষ্টের জন্য ভর্তি হয়েছিলেন। সায়রা বানু তাঁর পাশে ছিলেন সব সময়। এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রবীণ অভিনেত্রী বলেছিলেন যে তিনি তাঁর স্বামীর প্রতি ভক্তি বা প্রশংসা পাওয়ার জন্য পাশে থাকতেন না। সায়রা বানু একবার বলেছিলেন, “আমি দিলীপ সাহেবের দেখাশোনা করি, এটা শুধু ভালবাসার কারণে নয়, বা আমি খুব ভাল স্ত্রী বলে প্রশংসাও খুঁজি না। শুধু তাঁকে স্পর্শ করা এবং তাঁকে আলিঙ্গন করা বিশ্বের সেরা জিনিস যা আমার সঙ্গে রয়েছে। আমি তাঁকে পূজা করি এবং তিনি নিজেই আমার নিঃশ্বাস।”