Vivek Ranjan Agnihotri: করণকে সহ্য করতে পারেন না, তাই জাতীয় পুরস্কারের গ্রুপ ছবি থেকে বিবেক ক্রপ করলেন তাঁর ছবি
Karan Johar: করণ জোহর এবং শাহরুখ খানের ছবিকে ধর্তব্যের মধ্যেই রাখেন না 'দ্যা কাশ্মীর ফাইলস'খ্যাত পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী। তিনি মনে করেন, যে ধরনের ছবি এঁরা তৈরি করেন, তা বছরের পর-বছর ধরে ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করেছে। সত্যি ঘটনাকে তুলে ধরতে অক্ষম থেকেছে।
করণ জোহরকে একদম পছন্দ করেন না ‘দ্যা কাশ্মীর ফাইলস’খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। দুই পরিচালকের দ্বন্দ্ব ফের একবার মাথাচাড়া দিল এ বছরের জাতীয় পুরস্কারের মঞ্চে। তাঁরা দু’জনেই এবার জিতেছেন জাতীয় পুরস্কার। করণ জোহার পুরস্কার পেয়েছেন ‘শেরশাহ’ ছবির জন্য। বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর হাতে ৬৯তম জাতীয় পুরস্কার উঠেছে তাঁর বহু বিতর্কিত ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ছবির জন্য। জাতীয় পুরস্কার পাওয়ার পর সকলে মিলে ছবি তোলা হয় এদিন। ‘এক্স’-এ (সাবেক টুইটার) ছবি পোস্ট করে সেই ছবি থেকে করণ জোহরকে ক্রপ করেছেন বিবেক।
যে ধরনের ছবি তৈরি করেন করণ, তা একেবারেই পছন্দ করেন না বিবেক অগ্নিহোত্রী। তা নিয়ে করণকে সমালোচনাও করেন বিবেক। বলেন, “শাহরুখ খান এবং করণ জোহর যে ধরনের ছবি তৈরি করেন, তা আমার পছন্দ নয়। সুপারস্টার অমিতাভ বচ্চন তাঁর আসন ছাড়ার পর ভারতীয় ছবিতে সত্যি ঘটনাকে তুলে ধরা হয় না। এই ধরনের ছবি ভারতীয় সংস্কৃতি বিপরীত। ভারতের সংস্কৃতির ক্ষতি করছে বিপুল মাত্রায়।” এই মন্তব্য করার পর নেটপাড়ায় সমালোচিত হয়েছিলেন বিবেক নিজেই। অনেকেই তাঁকে কঙ্গনা রানাওয়াতের পুরুষ সংস্করণ হিসেবে দাগিয়েও দিয়েছিলেন।
অন্যদিকে করণ জোহর নিজেকে ‘সফট টার্গেট’ বলে মনে করেন। তিনি জানিয়েছেন, এই ধরনের মন্তব্যে তিনি কর্ণপাত করেন না। দেশের মানুষ যখন তাঁর কাজকে পছন্দ করছেন, তখন অন্য কারওর নিন্দাতে তাঁর কিচ্ছু যায় আসে না।”
একদিকে যেমন করণকে সমালোচনা করেছেন বিবেক, অন্যদিকে তাঁর মানসকন্যা আলিয়া ভাটের ভূয়সী প্রশংসা করেছেন কিছুদিন আগেই। জানিয়েছেন, আলিয়া তাঁর পরিবারের মানুষের মতো। প্রসঙ্গত, এবছর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। বিয়ের পোশাক পড়ে জাতীয় পুরস্কার গ্রহণ করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী রণবীর কাপুরও। অন্যদিকে ‘মিমি’ ছবিটির জন্য পুরস্কৃত হয়েছেন কৃতি শ্যানন এবং পঙ্কজ ত্রিপাঠি।